×

ক্যাম্পাস

খুলছে মাইলস্টোন কলেজ, আপাতত বন্ধ একাডেমিক কার্যক্রম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৮:২৩ এএম

খুলছে মাইলস্টোন কলেজ, আপাতত বন্ধ একাডেমিক কার্যক্রম

১২ দিন পর আজ খুলছে মাইলস্টোন কলেজ। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১২ দিনের বিরতির পর রোববার (৩ আগস্ট) সীমিত পরিসরে খুলছে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ। তবে শুরু হচ্ছে না কোনো একাডেমিক পাঠদান।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের মানসিক স্বাভাবিকতা ফিরিয়ে আনাই এখন প্রধান লক্ষ্য।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।

তিনি জানান, গত ২১ জুলাইয়ের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর পুরো কলেজ পরিবার শোকাহত হয়ে পড়ে। এই অবস্থায় শিক্ষার্থীদের মানসিক স্থিতি ফিরিয়ে আনা ছাড়া অন্য কোনো কিছুই প্রশাসনের কাছে অগ্রাধিকার পাচ্ছে না।

তিনি বলেন, ধাপে ধাপে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে আমরা সীমিত পরিসরে ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নিয়েছি। নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা কলেজে এসে শিক্ষকদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করবে, বন্ধুদের সঙ্গে সময় কাটাবে। এটি তাদের মানসিকভাবে স্বাভাবিক হতে সহায়তা করবে।

আরো পড়ুন : মাইলস্টোনে বিমান বিধ্বস্তে আরেক শিক্ষার্থীর মৃত্যু: মৃতের সংখ্যা বেড়ে কত দাঁড়ালো

ক্যাম্পাসে নিয়মিত দোয়া মাহফিলের আয়োজন চলছে বলেও জানান তিনি। শনিবারের মতো রোববারও এ আয়োজন অব্যাহত থাকবে। পাশাপাশি বিমান বাহিনীর সহায়তায় কলেজ চত্বরে স্থাপন করা হয়েছে একটি অস্থায়ী চিকিৎসা ক্যাম্প, যেখানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে থেকে নিয়মিত কাউন্সেলিং করছেন। কেউ চাইলে একান্তভাবে আলাপের সুযোগও পাচ্ছে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের পারস্পরিক সহমর্মিতা ও সহানুভূতিই এখন কলেজের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে বলে মন্তব্য করেন জনসংযোগ কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২১ জুলাই ঘটে যাওয়া দুর্ঘটনার পর তিন দফা ছুটি ঘোষণা করে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ। সর্বশেষ ঘোষণায় ২ আগস্ট পর্যন্ত কলেজ বন্ধ রাখা হয়। তবে এ সময় প্রশাসনিক কার্যক্রম চালু ছিল এবং আহতদের সহায়তায় একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছিল।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসিনা-কামালের বিরুদ্ধে বিচার শুরু, সরাসরি সম্প্রচার

জুলাই গণহত্যা হাসিনা-কামালের বিরুদ্ধে বিচার শুরু, সরাসরি সম্প্রচার

আওয়ামী লীগ নেতা মীর মোশারফ সুমন গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা মীর মোশারফ সুমন গ্রেপ্তার

ইসরায়েলে অস্ত্র রপ্তানিতে স্থগিতাদেশ বহাল: কানাডার স্পষ্ট বার্তা

ইসরায়েলে অস্ত্র রপ্তানিতে স্থগিতাদেশ বহাল: কানাডার স্পষ্ট বার্তা

কর্মদিবসে একাধিক সমাবেশে অচল ঢাকা, দুর্ভোগে যাত্রীরা

কর্মদিবসে একাধিক সমাবেশে অচল ঢাকা, দুর্ভোগে যাত্রীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App