ভোটার লাইনে প্রার্থীদের প্রচারণা, ভোগান্তিতে ভোটাররা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২ এএম

ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সামনে প্রার্থীদের প্রচারণা শিক্ষার্থীদের জন্য ভোগান্তির কারণ হয়ে উঠেছে। লিফলেট বিতরণ এবং কেন্দ্রে কৃত্রিম ভিড় তৈরি করার কারণে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে প্রবেশ করতে পারছেন না।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সরেজমিনে শারীরিক শিক্ষা কেন্দ্র, কার্জন হল, উদয়ন স্কুলসহ বিভিন্ন কেন্দ্রে এমন পরিস্থিতি দেখা গেছে। লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের হাতে লিফলেট ধরিয়ে দিচ্ছেন প্রার্থীরা, ফলে ভোটারদের জন্য প্রবেশে অসুবিধা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি অনুযায়ী, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনো প্রার্থীর প্রচারণা চালানো নিষিদ্ধ। এছাড়া, ৭ সেপ্টেম্বর থেকে সব ধরনের প্রচারণা বন্ধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।
এ বিষয়ে প্রতিবাদ করতে গিয়ে ডাকসুর মানবসেবা সম্পাদক এ বি জোবায়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের প্রবেশমুখে অভিযোগ জানিয়েছেন। তিনি বলেন, ছাত্রদল এখানে কৃত্রিম জটলা তৈরি করে ডাকসুর ফুল প্যানেলের লিস্ট ধরিয়ে দিচ্ছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ায় আমি প্রতিবাদ করলে তারা আমার দিকে তেড়ে আসে এবং ‘মবস্টার’ বলে তাড়িয়ে দেয়।
পর্যবেক্ষক সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফাও শারীরিক শিক্ষা কেন্দ্রের সামনের পরিস্থিতি দেখে প্রতিবাদ করেছেন।
জহুরুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফারুক শাহ জানান, প্রার্থীদের সরিয়ে দেওয়া হয়েছে এবং জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলকে আলাদা করে দেওয়া হয়েছে। এর ফলে কেন্দ্রগুলোতে ভোটারদের জন্য কোনো জটলা থাকবে না।