ল্যাভরভ
পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নয়, সহযোগিতা চায় রাশিয়া

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯ পিএম

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ছবি : সংগৃহীত
রাশিয়া পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় না, বরং শর্তসাপেক্ষে সহযোগিতার দ্বার খুলে রেখেছে। এমন মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, রাশিয়া সংলাপ ও সমমর্যাদার ভিত্তিতে কাজ করতে আগ্রহী এবং ইউক্রেন যুদ্ধের সমাধানের জন্য ‘মূল কারণ’ দূর করার ওপর গুরুত্ব দিয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে ল্যাভরভ বলেন, রাগ বা প্রতিশোধ—দুটোই খারাপ। পশ্চিমা দেশগুলো যদি রাশিয়ার সঙ্গে পুনরায় কাজ করতে চায়, আমরা তাদের ফিরিয়ে দেব না, তবে শর্ত অনুসারে তা করা হবে।
ল্যাভরভ বলেন, ভবিষ্যতে পশ্চিমাদের সঙ্গে সহযোগিতা এমনভাবে করতে হবে যাতে রাশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতগুলো ঝুঁকিতে না পড়ে। তিনি সংলাপের জন্য রাশিয়ার প্রস্তুতির কথা উল্লেখ করে বলেন, আমরা সবার সঙ্গে সৎভাবে কাজ করতে চাই।
আরো পড়ুন : পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান, কিয়েভে বৈঠকের আমন্ত্রণ জেলেনস্কির
এর প্রমাণ হিসেবে তিনি গত মাসে আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক উল্লেখ করেছেন। ১৫ আগস্ট অ্যানকারেজে অনুষ্ঠিত ওই শীর্ষ সম্মেলন ছিল ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার সাড়ে তিন বছরেরও বেশি সময় পর রাশিয়া ও মার্কিন প্রেসিডেন্টের প্রথম সরাসরি বৈঠক।
ল্যাভরভ বলেন, বৈঠকটি দেখিয়েছে, বর্তমান মার্কিন প্রশাসন পারস্পরিক জাতীয় স্বার্থকে সম্মান জানিয়ে সমস্যার সমাধানের প্রয়োজনীয়তা বোঝে। ইউক্রেন যুদ্ধেও ওয়াশিংটন মূল কারণ দূর করার ওপর গুরুত্ব দিয়েছে।
তিনি আরো বলেন, রাশিয়া যুক্তরাষ্ট্রসহ সব দেশের সঙ্গে সমমর্যাদার সহযোগিতায় আগ্রহী। আর্কটিক অঞ্চল, তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি), মহাকাশ গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গেও সহযোগিতার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যেও একই ধরনের আগ্রহ রয়েছে বলে মনে করেন রুশ এই মন্ত্রী।