×

ক্যাম্পাস

রাকসু নির্বাচন: চলছে ভোটগ্রহণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১০:১৫ এএম

রাকসু নির্বাচন: চলছে ভোটগ্রহণ

ভোট দিতে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে।

সকালে দেখা গেছে, ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই শিক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রের সামনে ভিড় জমাতে শুরু করেন। ভোটগ্রহণ শুরুর আগেই অনেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন ভোট দিতে। প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, প্রক্টরিয়াল টিম, বিএনসিসি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এবারের রাকসু নির্বাচনে মোট ২৩টি পদে লড়ছেন ২৪৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি (সহসভাপতি) পদে ১৮ জন, জিএস (সাধারণ সম্পাদক) পদে ১৩ জন এবং এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলসহ মোট ১২টি প্যানেল এ নির্বাচনে অংশ নিয়েছে।

রাকসুর মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন, যার মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। রাকসু ও সিনেট নির্বাচনে মোট ৩০৬ জন প্রার্থী অংশ নিচ্ছেন, আর হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬০০ জন প্রার্থী।

ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ভোট দেবেন আমির আলি হল কেন্দ্রে (জুবেরি ভবনের পূর্ব হল রুম); জিএস প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা ভোট দেবেন জিয়াউর রহমান হল কেন্দ্রে (শহীদুল্লাহ ভবনের ১৫০ নম্বর গ্যালারি) এবং এজিএস প্রার্থী এস এম সালমান সাব্বির ভোট দেবেন শেরে বাংলা হল কেন্দ্রে (প্রথম বিজ্ঞান ভবনের ১২৯ নম্বর গ্যালারি)।

অন্যদিকে, ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’-এর ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবির ভোট দেবেন সোহরাওয়ার্দী হল কেন্দ্রে (তৃতীয় বিজ্ঞান ভবনের দক্ষিণ-পশ্চিম পার্শ্ব); জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন ভোট দেবেন হবিবুর রহমান হল কেন্দ্রে (দ্বিতীয় বিজ্ঞান ভবনের ১৩৩ নম্বর কক্ষ) এবং এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা ভোট দেবেন রহমতুন্নেসা হল কেন্দ্রে (রবীন্দ্র ভবনের দক্ষিণ-পশ্চিম পার্শ্বের ১২৩ নম্বর কক্ষ)।

সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে ২ হাজার পুলিশ, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‍্যাব।

ভোট দিতে আসা শিক্ষার্থীরা জানান, “জীবনে প্রথমবার ভোট দিচ্ছি। দিনটা আমাদের জন্য খুব আনন্দের। রাকসু নির্বাচন নিয়মিতভাবে হলে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হবে।”

অন্যদিকে, প্রশাসন থেকে শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে ভোট প্রদান ও নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপন

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে: পরীক্ষা নিয়ন্ত্রক

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে: পরীক্ষা নিয়ন্ত্রক

পরিবারের ভরণপোষণ নিয়ে বিতর্ক, যা বললেন রিপন মিয়া

পরিবারের ভরণপোষণ নিয়ে বিতর্ক, যা বললেন রিপন মিয়া

গাজায় ঢুকছে ৬০০ ত্রাণবাহী ট্রাক

গাজায় ঢুকছে ৬০০ ত্রাণবাহী ট্রাক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App