×

বিএনপি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন, জানালেন মির্জা ফখরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন, জানালেন মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১ ডিসেম্বর) খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের খবর প্রকাশিত হওয়ার পর তারা সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

মির্জা ফখরুল বলেন, ম্যাডামের অবস্থা স্থিতিশীল রয়েছে। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে যে সংবাদ প্রচারিত হচ্ছে, তা সঠিক নয়। কেউ এতে বিভ্রান্ত হবেন না।

আরো পড়ুন : অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় খালেদা জিয়া : আহমেদ আযম

একই সঙ্গে তিনি দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করার আহ্বান জানান।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এভারকেয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। দয়া করে যে যাই বলুক- এ ব্যাপারে কারও কথায় বিভ্রান্ত হবেন না।

বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিকভাবে খালেদা জিয়ার সেবায় নিয়োজিত আছেন জানিয়ে তিনি বলেন, ওদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, তার চিকিৎসা চলছে, এটাই আপডেট। আপনারা সবাই দোয়া করুন, আল্লাহ যেন তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে যথাসময়ে গণমাধ্যমকে অবহিত করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোহাম্মদপুরের পর চকবাজারে আগুন

মোহাম্মদপুরের পর চকবাজারে আগুন

মোহাম্মদপুরে ৬ তলা ভবনে আগুন

মোহাম্মদপুরে ৬ তলা ভবনে আগুন

তারেক রহমান এখনো ভোটার তালিকায় নাম নিবন্ধন করেননি: ইসি সচিব

তারেক রহমান এখনো ভোটার তালিকায় নাম নিবন্ধন করেননি: ইসি সচিব

দুদকে ৩ উপপরিচালককে পরিচালক পদে পদায়ন

দুদকে ৩ উপপরিচালককে পরিচালক পদে পদায়ন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App