×

ক্যাম্পাস

ছাত্র সংসদ নির্বাচন

তারিখ ঘোষণায় উত্তাল শাবিপ্রবি ক্যাম্পাস!

Icon

​জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১০:২৬ এএম

তারিখ ঘোষণায় উত্তাল শাবিপ্রবি ক্যাম্পাস!

ছবি : ভোরের কাগজ

কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের তারিখ ঘোষণা করলেও, সেই তারিখ নিয়েই দেখা দিয়েছে চরম অসন্তোষ।

সাধারণ শিক্ষার্থীরা যখন ৮ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানাচ্ছিলেন, ঠিক তখনই উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী ১৭ ডিসেম্বর তারিখ ঘোষণা করায় ছাত্র-ছাত্রীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তীব্র বিক্ষোভ করছেন।

শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন এবং ইতোপূর্বে প্রশাসনের পক্ষ থেকে ডিসেম্বর মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের মৌখিক আশ্বাসও দেওয়া হয়েছিল। সেই আশ্বাসের ভিত্তিতেই সাধারণ শিক্ষার্থীরা সুনির্দিষ্টভাবে ৮ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার দাবি জানিয়ে আসছিলেন।

কিন্তু শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর পক্ষ থেকে আকস্মিকভাবে ১৭ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। প্রশাসনের এই সিদ্ধান্তকে শিক্ষার্থীরা ‘উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘সময়ক্ষেপণের কৌশল’ হিসেবে আখ্যায়িত করে তাৎক্ষণিকভাবে ক্ষোভে ফেটে পড়েন।

আরো পড়ুন : জুলাই পুনর্জাগরণ জাতীয় বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠিত

নির্বাচনের তারিখ পরিবর্তনের ঘোষণার পরপরই বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা আর কালক্ষেপণ না করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। আন্দোলনরত শিক্ষার্থীদের মূল দাবি হলো, অবিলম্বে ১৭ ডিসেম্বরের পরিবর্তে ৮-১০ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন করতে হবে।  তারা প্রশাসনিক ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে তাদের দাবি আদায়ের চেষ্টা চালাচ্ছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা মনে করছেন, দেরিতে নির্বাচন করার অর্থ হলো প্রশাসন নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, প্রশাসন যদি দ্রুত তাদের দাবি না মানে, তবে এই আন্দোলন আরো কঠোর এবং ব্যাপক রূপ নেবে। যদিও এ বিষয়ে উপাচার্য বা অন্য কোনো দায়িত্বশীল কর্মকর্তার তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে যে একাডেমিক ক্যালেন্ডার ও অন্যান্য লজিস্টিক কারণ বিবেচনা করেই নির্বাচন ১৭ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে এবং এর পেছনে নির্বাচন বানচালের কোনো উদ্দেশ্য নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দাম্পত্য শুরু করলেন অমিতাভ-মুশফিকা

নতুন দাম্পত্য শুরু করলেন অমিতাভ-মুশফিকা

জম্মু ও কাশ্মিরে থানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭

জম্মু ও কাশ্মিরে থানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭

বিহারে এনডিএ জোটের ভূমিধস জয়, মোদির পরবর্তী লক্ষ্য পশ্চিমবঙ্গ

বিহারে এনডিএ জোটের ভূমিধস জয়, মোদির পরবর্তী লক্ষ্য পশ্চিমবঙ্গ

জীবাশ্ম জ্বালানি লবিস্টদের উপস্থিতি ও কর্পোরেট প্রভাব লক্ষণীয়

কপ৩০-এর ৫ম দিন জীবাশ্ম জ্বালানি লবিস্টদের উপস্থিতি ও কর্পোরেট প্রভাব লক্ষণীয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App