×

রাজধানী

কান্নাজড়িত কণ্ঠে যে আতঙ্কের কথা জানালেন তেজগাঁও থানার ওসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ০৫:৩৪ পিএম

কান্নাজড়িত কণ্ঠে যে আতঙ্কের কথা জানালেন তেজগাঁও থানার ওসি

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পর সেনাবাহিনীর সহায়তায় তেজগাঁও থানায় কাজ করা শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। থানার সামনে সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। কথা বলার এক পর্যায়ে কান্না জড়িত কণ্ঠে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, পুলিশ এবং তাদের পরিবারের সদস্যরা সত্যিই আতঙ্কের মধ্যে আছে।

তিনি বলেন, ‘আমাদের ব্যর্থতা অনেক, আমরা জনগণকে বুঝাইতে পারি না। আজকে ফিরে আসা কিন্তু জনগণের জন্যই। আমরা এর আগেও যা করেছি অর্ডারে করেছি, আজকেও অর্ডার করছে থানায় চলে আসছি।’

এসময় কান্নাজড়িত কণ্ঠে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন বলেন, ‘বিগত দিনে একসঙ্গে কাজ করেছি অনেক সদস্য এখন আর নেই। আমাদের হৃদয় এখন ভারাক্রান্ত। সত্যিকার অর্থে আমাদের পুলিশ পরিবার ট্রমাটাইজ।

আরো পড়ুন: পুলিশের ১১ দফা দাবি, রাজারবাগ যাচ্ছেন ড. ইউনূস

তিনি আরো বলেন, ‘আমাদের চেইন অব কমান্ডে কাজ করতে হয়। আগেও অর্ডারে কাজ করেছি, এখনও তাই। তবে অনেক সহকর্মী ভেঙে পড়েছে। আমাদের ব্যর্থতা ওভারকাম করে সত্যিকারে মানুষের সেবায় এগিয়ে আসতে পারে, সেই চেষ্টা করব।’

এ বিষয়ে সেনাবাহিনীর ২৫ ইস্টবেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার মেজর সাখাওয়াত খন্দকার বলেন, তেজগাঁও এলাকার শিক্ষার্থী, ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে একটি সমন্বয় সভা করা হয়েছে। তারা আশ্বস্ত করেছে যে সবাই পুলিশকে সাহায্য সহযোগিতা করবে।

তিনি আরো বলেন, বিক্ষুব্ধ মানুষের হাত থেকে থানা রক্ষা করা তাদের জন্য বিরাট একটি চ্যালেঞ্জ ছিল। আমাদের কাছে মনে হইছে যে পুলিশকে বাঁচাতে হবে। থানার ভেতরে ব্যাপক অস্ত্র রয়েছে। যদি এগুলো সন্ত্রাসীদের কাছে চলে যেত তাহলে এটা আমাদের নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ হয়ে যেত। 

পুলিশের তেজগাঁও অঞ্চলের উপ-কমিশনার এইচ এম আজিমুল হক পুলিশের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ তৈরির বিষয়ে বলেন, ‘পুলিশের প্রতি আপনাদের যে ক্ষোভ আছে, সেটা কিছু ভুল সিদ্ধান্তের কারণে হয়েছে। এজন্য সমগ্র পুলিশ বাহিনী দোষী না। যা হয়েছে আপনারা পুলিশের দোষত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে: হাসনাত

বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে: হাসনাত

হাদি আমার সন্তানতূল্য, প্রতিদ্বন্দ্বী নন: মির্জা আব্বাস

হাদি আমার সন্তানতূল্য, প্রতিদ্বন্দ্বী নন: মির্জা আব্বাস

হাদির বর্তমান অবস্থা সম্পর্কে যা জানালো মেডিকেল বোর্ড

হাদির বর্তমান অবস্থা সম্পর্কে যা জানালো মেডিকেল বোর্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App