মোহাম্মদপুরে ১ ঘণ্টার ব্যবধানে ২ খুন

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৯:৩৫ এএম

ছবি: প্রতীকী
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুই যুবক খুন হয়েছেন, এতে এলাকায় নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বুধবার (১৬ জুলাই) রাতে এই দুইটি হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে মোহাম্মদপুর নবোদয় হাউজিংয়ের ১০ নম্বর রোডে বায়তুল মামুর জামে মসজিদের সামনে সালিশ চলাকালে ইব্রাহিম (৩২) নামে এক প্রাইভেট কার চালককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে করে এসে তিনজন হামলাকারী এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই মারা যান ইব্রাহিম।
এ ঘটনায় স্থানীয়রা ধাওয়া দিয়ে দুইজনকে ধরে ফেলে। আটককৃতরা হলেন, রুবেল (৩৫) ও সজীব (৩০)। তাদের কাছ থেকে একটি পিস্তল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আরো পড়ুন : গোপালগঞ্জে সংঘর্ষে অন্তত ৪ জন নিহত: বিবিসি বাংলা
এর এক ঘণ্টা পর রাত ৯টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় আল আমিন (২৭) নামে এক যুবক নিহত হন। স্থানীয়দের দাবি, নিহত আল আমিন পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। কিছুদিন আগে কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ী মোশারফের ছোট ভাইকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিলেন তিনি। এর প্রতিশোধ নিতে মোশারফ, গিট্টু ও আরো কয়েকজন কিশোর গ্যাং সদস্য চাঁদ উদ্যানের ৬ নম্বর রোডের মাথায় আল আমিনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানিয়েছেন, দুইটি হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ইতোমধ্যেই অভিযান শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।