×

ক্রিকেট

প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ, শ্রীলঙ্কায় আর যা পেল বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০২:১৬ পিএম

প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ, শ্রীলঙ্কায় আর যা পেল বাংলাদেশ

লঙ্কানদের ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।

অতীতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও টেস্ট কিংবা টি-টোয়েন্টিতে সাফল্যের মুখ দেখেনি বাংলাদেশ। তবে সেই আক্ষেপ ঘুচল লিটন দাসের দলের হাত ধরে। ইতিহাস গড়ে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি–টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ দল।

বুধবার (১৬ জুলাই) প্রেমাদাসা স্টেডিয়ামে শেষ ম্যাচে লঙ্কানদের ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে টাইগাররা।

শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা সংগ্রহ করে মাত্র ১৩২ রান। বাংলাদেশের স্পিনার শেখ মেহেদী হাসান ৪ ওভারে ১১ রানে ৪ উইকেট নিয়ে লঙ্কান ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন, যা তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিমের ঝকঝকে ব্যাটিংয়ে ২১ বল হাতে রেখেই জয়ের দেখা পায় বাংলাদেশ। তামিম ৪৭ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন, যা তার টি–টোয়েন্টি ক্যারিয়ারের সেরা।

অম্লমধুর ব্যাটিং পারফরম্যান্স

এই সিরিজে ব্যাটারদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাবই বেশি চোখে পড়েছে। ওপেনার পারভেজ হোসেন ইমন প্রথম ম্যাচে ৩৮ রান করলেও বাকি দুই ম্যাচে ছিলেন বিবর্ণ। তামিমও প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও শেষ ম্যাচে খেলেছেন ম্যাচজয়ী ইনিংস। অধিনায়ক লিটন দাস প্রথম ম্যাচে মাত্র ৬ রানে আউট হলেও পরের ম্যাচে ৭৬ রান করে ফিরেছেন ফর্মে। শেষ ম্যাচেও করেন ৩২ রান।

মিডল অর্ডারে শামীম হোসেন পাটোয়ারী, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ—কেউই ধারাবাহিকভাবে রান করতে পারেননি। ফলে পুরো সিরিজে প্রতিটি ম্যাচেই ভিন্ন কেউ দায়িত্ব নিয়েছেন, যা বড় ম্যাচে ঝুঁকির বিষয়।

স্পিনারদের রাজত্ব

এই সিরিজে বাংলাদেশের স্পিনাররাই ছিলেন জয়ের মূল নায়ক। রিশাদ হোসেন পুরো সিরিজেই গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছেন। মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারীও বল হাতে কার্যকর ছিলেন। বিশেষ করে শেষ ম্যাচে শেখ মেহেদীর স্পিনে নাকাল হয়েছে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ।

পেসারদের অবদান

শুধু স্পিন নয়, পেস আক্রমণেও দেখা গেছে দায়িত্বশীলতা। মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও সাইফউদ্দিন প্রয়োজন অনুযায়ী উইকেট তুলে নিয়ে চাপ সৃষ্টি করেছেন। প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার ভাঙতে স্পিন-পেস কম্বিনেশনের এই সমন্বয়ই বাংলাদেশকে শক্ত ভিত দিয়েছে।

অধিনায়ক লিটনের রানে ফেরা

অনেক দিন ধরেই সাদা বলের ক্রিকেটে অফফর্মে ছিলেন লিটন দাস। টি–টোয়েন্টি অধিনায়ক হিসেবে তার রান পাওয়া ছিল দলের জন্যই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে ৭৬ রানে ফর্মে ফেরার ইঙ্গিত দেন লিটন। শেষ ম্যাচে ৩২ রান করে জয়ে ভূমিকা রাখেন তিনি।

শেষটা ভালো, তবে আক্ষেপ রয়ে গেল

প্রসঙ্গত, শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ এবং ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল। শেষ পর্যন্ত টি–টোয়েন্টি সিরিজ জয় সেই হতাশা কিছুটা হলেও ভুলিয়ে দিয়েছে। শ্রীলঙ্কার মাটিতে প্রথম সিরিজ জয়ের স্বাদ ও স্পিনারদের দাপটই বাংলাদেশকে শিখিয়ে দিল, ফরম্যাট যাই হোক, ম্যাচ জিততে স্পিনই এখনো বড় শক্তি—তবে ব্যাটিংয়ে ধারাবাহিকতা না এলে লক্ষ্য পূরণ কঠিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকের বৃত্তি ডিসেম্বরে, বাদ কেজি স্কুল

প্রাথমিকের বৃত্তি ডিসেম্বরে, বাদ কেজি স্কুল

বাংলাদেশে গেমারদের জন্য এলো ইনফিনিক্স জিটি ৩০ প্রো

বাংলাদেশে গেমারদের জন্য এলো ইনফিনিক্স জিটি ৩০ প্রো

সবচেয়ে টেকসই টেলিকম কোম্পানির স্বীকৃতি পেল গ্রামীণফোন

সবচেয়ে টেকসই টেলিকম কোম্পানির স্বীকৃতি পেল গ্রামীণফোন

১২ বছরে পদার্পণ করলো ইউএস-বাংলা এয়ারলাইন্স

দেশ সেরা এয়ারলাইন্স ১২ বছরে পদার্পণ করলো ইউএস-বাংলা এয়ারলাইন্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App