×

চট্টগ্রাম

ঘুষকাণ্ডে ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০২:৩৭ পিএম

ঘুষকাণ্ডে ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাঁটিহাতা হাইওয়ে থানার ছয় পুলিশ সদস্যকে ঘুষ নেওয়ার অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চল সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া সদস্যরা হলেন- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপুল বড়ুয়া এবং কনস্টেবল মো. সাহাবুদ্দিন, মো. মস্তু, সাকিবুল ও মো. জহির মিয়া। তাদের কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

হাইওয়ে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, চলতি মাসের ৩ জুলাই সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানকে খাঁটিহাতা এলাকায় থামিয়ে পুলিশ সদস্যরা অবৈধ পণ্য থাকার অজুহাতে চালকের কাছ থেকে প্রায় ৮০ হাজার টাকা ঘুষ নেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর ঘটনাটি সামনে আসে।

আরো পড়ুন : আ. লীগ আমলের ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট চুক্তি রিভিউ হবে: অর্থ উপদেষ্টা

ঘটনার পর খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন উপ-পরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া। তিনি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযুক্তদের প্রত্যাহার করা হয়েছে। আমি নতুনভাবে দায়িত্ব নিয়েছি, এখন থানার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একজন অতিরিক্ত পুলিশ সুপারকে দিয়ে তদন্ত চলছে। তদন্তে দোষ প্রমাণিত হলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেঘনা আলমের নেতৃত্বে শুরু হলো ‘মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম’

মেঘনা আলমের নেতৃত্বে শুরু হলো ‘মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম’

ই-স্পোর্টসকে ক্রীড়া হিসেবে ঘোষণা, উচ্ছ্বাস ক্রীড়াপ্রেমীদের

ই-স্পোর্টসকে ক্রীড়া হিসেবে ঘোষণা, উচ্ছ্বাস ক্রীড়াপ্রেমীদের

যুগ্ম কমিশনারসহ এনবিআরের ৮ কর কর্মকর্তা সাময়িক বরখাস্ত

যুগ্ম কমিশনারসহ এনবিআরের ৮ কর কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১৮ বছরেও চেহারায় যেন পরিবর্তন নেই, রহস্য ফাঁস করলেন কারিনা

১৮ বছরেও চেহারায় যেন পরিবর্তন নেই, রহস্য ফাঁস করলেন কারিনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App