অবশেষে ভাঙতে হচ্ছে হেলে পড়া ভবনের সপ্তম তলা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৫, ০৮:৫২ এএম

ছবি: সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা এলাকায় হেলে পড়া ভবনের নকশা বহির্ভূত সপ্তম তলা অবশেষে ভাঙতে হচ্ছে মালিকপক্ষকে। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মোজাম্মেল হক চৌধুরী।
জানা গেছে, উপজেলা প্রাণীসম্পদ অফিসের সামনে জনৈক আব্দুল খালেকের ৭ তলা ভবনটি হেলে পড়ার খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর গত মঙ্গলবার বিকেলে ওই ভবন সরেজমিন পরিদর্শন করেন পৌর প্রশাসক ও প্রকৌশলীসহ প্রশাসনের একটি টিম।
মূলত এরপর থেকে ভবনটির সপ্তম তলা রক্ষা করতে মরিয়া হয়ে উঠে ভবন মালিক। প্রশাসনের নাকের ডগায় আলোচিত ৭ তলা ভবনটি হেলা পড়ার খবরে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
এদিকে, ঝুঁকিপূর্ণ ভবন থেকে এখন পর্যন্ত বাসিন্দাদের অন্যত্র না সরানোর কারণে সচেতন মহলের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, হেলা পড়া ভবনটির বিষয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার কমিটি সরেজমিন পরিদর্শন করে রিপোর্ট জমা দেবে। এরপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
ভবনটির নকশা বহির্ভূত সপ্তম তলা প্রসঙ্গে ইউএনও বলেন, যতটুকু জেনেছি ভবনটির অনুমোদন রয়েছে ৬ তলা পর্যন্ত। কিন্তু ভবন মালিক বিধিভঙ্গ করে অতিরিক্ত সপ্তম তলা নির্মাণ করেছেন; যা অবশ্যই ভেঙে ফেলতে হবে।