×

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দোকান উচ্ছেদ অভিযান বন্ধে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৪:৪৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় দোকান উচ্ছেদ অভিযান বন্ধে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

ছবি: ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মার্কেটের বৈধ দোকানঘর উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলার ওষুধ ব্যবসায়ীরা। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতাকর্মীসহ সকল ওষুধ ব্যবসায়ী এই কর্মসূচিতে অংশ নেন।

কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মাওলানা কুতুব উদ্দিনের সভাপতিত্বে এবং মহিলা কলেজ মার্কেটের ব্যবসায়ী নূর আলমের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন ব্যবসায়ী খোকন খান, সমিতির সিনিয়র সহসভাপতি মো. সানাউল হক ভূইয়া, সহসভাপতি এইচ. এম. মুরাদসহ আরও অনেকে। মানববন্ধন শেষে তারা হাসপাতাল সড়কসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন।

বক্তারা জানান, ১৯৮৪ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈধ চুক্তির মাধ্যমে তারা দোকান ভাড়া নিয়েছিলেন। সে সময় প্রতিটি দোকানের জন্য ২৮ হাজার টাকায় পৃথক চুক্তিনামা হয়। প্রায় ৪২ বছর ধরে নিয়মিত ভাড়া পরিশোধ করে তারা ব্যবসা পরিচালনা করছেন। তাদের সন্তানদের পড়াশোনা ও পরিবারের খরচও এই ব্যবসা থেকেই চলে।

কিন্তু গত দুই মাস ধরে কলেজ কর্তৃপক্ষ ভাড়া নেয়া বন্ধ রাখে, যা প্রথমে ব্যবসায়ীরা বুঝতে পারেননি। কেননা সাধারণত দুই মাস পরপর ভাড়া নেওয়া হতো। পরে হঠাৎ করে বিনা নোটিশে উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। বক্তারা বলেন, চুক্তি অনুযায়ী অন্তত ছয় মাস আগে নোটিশ দেওয়ার কথা থাকলেও তা অনুসরণ করা হয়নি। বিনা নোটিশে বৈধ দোকান ঘর উচ্ছেদ করে শত শত ব্যবসায়ীর জীবিকা হুমকির মুখে ফেলা হয়েছে, যা অবৈধ এবং অমানবিক।

তারা অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ন্যায়সংগত সমাধানের দাবি জানান। অন্যথায় জেলার সব ফার্মেসি অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেন তারা।

এদিকে, গত বৃহস্পতিবার মহিলা কলেজ মার্কেটের ভাড়াটিয়ারা কলেজের অধ্যক্ষকে বিবাদী করে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই যোদ্ধাদের নতুন কর্মসূচি ঘোষণা

জুলাই যোদ্ধাদের নতুন কর্মসূচি ঘোষণা

কী আছে জুলাই সনদের অঙ্গীকারনামায়?

কী আছে জুলাই সনদের অঙ্গীকারনামায়?

ফিফা থেকে সুখবর পেলেন হামজা-জামালরা

ফিফা থেকে সুখবর পেলেন হামজা-জামালরা

জুলাই সনদের দিকনির্দেশনা বাংলাদেশকে পরিচালনা করবে : আলী রীয়াজ

জুলাই সনদের দিকনির্দেশনা বাংলাদেশকে পরিচালনা করবে : আলী রীয়াজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App