পিএসএলে সাকিবের সঙ্গে খেলতে দেশ ছাড়লেন মিরাজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৫, ০৯:২৮ পিএম

ছবি: সংগৃহীত
চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। লাহোর কালান্দার্সের হয়ে এবারের পিএসএলে খেলবেন তিনি। ওই দলে আছেন বাংলাদেশের আরেক অলরাউন্ডার সাকিব আল হাসান।
২২ থেকে ২৫ মে পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) দেয়া হয়েছে মিরাজকে। সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দলে সুযোগ পাননি তিনি। এই সুযোগে পিএসএলে খেলতে যাচ্ছেন ডানহাতি ক্রিকেটার।
লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে ২৬ রানের জয়ে প্লে-অফের টিকিট নিশ্চিত করে লাহোর কালান্দার্স। চলতি পিএসএলে বাংলাদেশ থেকে নাম লিখিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন এবং পেসার নাহিদ রানা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য পিএসএল ছেড়ে জাতীয় দলে যোগ দেন তারা।
আগামী বৃহস্পতিবার প্লে-অফে এলিমিনেটর ম্যাচ লাহোরে করাচি কিংসের বিপক্ষে খেলতে নামবে লাহোর কালান্দার্স। ওই ম্যাচে দেখা যেতে পারে মিরাজকে। এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাসপোর্ট ছাড়াই পৌঁছান তিনি। নিজের ভুল বুঝতে পেরে, অন্যের সহায়তায় পরবর্তীতে পাসপোর্ট নিয়ে আসেন ২৭ বছর বয়সী ক্রিকেটার।