×

ক্রিকেট

সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামছে বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১১:০৪ এএম

সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামছে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

এক মাসের বেশি সময় ধরে শ্রীলঙ্কায় টেস্ট, ওয়ানডে আর টি২০—তিন সংস্করণেই পূর্ণাঙ্গ সিরিজ খেলে ক্লান্ত লিটন কুমার দাসদের চোখ এখন শেষ টি২০ ম্যাচ জয়ে। কলম্বোতে আজকের ম্যাচ দিয়েই দীর্ঘ সফর শেষ করবে বাংলাদেশ।

টেস্ট সিরিজে নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব ছেড়ে দেওয়া, গল টেস্ট ড্র এবং কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে হার—এই উত্থান-পতনের ভেতর দিয়ে গেছে বাংলাদেশ দল। ওয়ানডেতে প্রথম ম্যাচে ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে হারলেও দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরেছিল টাইগাররা। শেষ ওয়ানডেতে আবার হতাশ করেছে ব্যাটিং ব্যর্থতা। টি২০ সিরিজের প্রথম ম্যাচে চারজন ওপেনার খেলিয়ে বিতর্কও তৈরি হয়। তবে এর মধ্যেই একটি ওয়ানডে ও একটি টি২০ জয়ের স্বস্তি আছে লিটনদের।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজকের ম্যাচ দিয়ে যদি সিরিজ জয় হয়, তবে সমর্থকদের হতাশার ক্ষতে কিছুটা প্রলেপ পড়বে। মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও তাই বলেছেন, শেষ ম্যাচ যেভাবে খেলেছি, ছেলেরা ভালো ছন্দে আছে। আত্মবিশ্বাস ফিরে এসেছে। আশা করি, এখানেই ভালোভাবে সিরিজ শেষ করতে পারব।

আরো পড়ুন : ‘সাকিব অন্য গ্রহ থেকে এসেছে’

শ্রীলঙ্কার মাটিতে দ্বিপক্ষীয় টি২০তে প্রথম জয়ের সুখস্মৃতি বাংলাদেশের আছে এই প্রেমাদাসাতেই, ২০১৭ সালে মাশরাফি বিন মুর্তজার আন্তর্জাতিক টি২০ থেকে বিদায় নেওয়ার ম্যাচে। এরপর থেকে শ্রীলঙ্কার সঙ্গে টি২০তে বাংলাদেশ ভালোই প্রতিদ্বন্দ্বিতা করছে। শেষ ১২ ম্যাচের পাঁচটিতেই জয় টাইগারদের। নিদাহাস ট্রফিতে স্বাগতিকদের হারিয়ে ভারতের সঙ্গে ফাইনালে খেলার সেই সোনালি স্মৃতিও আছে ডাম্বুলার পারফরম্যান্সের মতোই আজ মিরাজ-লিটনদের অনুপ্রেরণা জোগাতে পারে।

তবে সহকারী কোচ সালাউদ্দিন মনে করিয়ে দিলেন, ক্রিকেটে নির্দিষ্ট দিনে ভালো খেলতে হয়। অতীতে কী করেছি, সেটা গুরুত্বপূর্ণ নয়। চেষ্টা করব যেন আমরা আগামীকালের ম্যাচটা ভালো খেলতে পারি।

দলে পরিবর্তনের সম্ভাবনা কম। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে খেলানোর কথাও ভাবা হচ্ছে, তবে শেষ ম্যাচের পারফরম্যান্সে লেগ স্পিনার রিশাদ হোসেনকে বাদ দেওয়া কঠিন। অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসান মিরাজ প্রায় নিশ্চিত। তাই শেষ ম্যাচের একাদশই অপরিবর্তিত থাকতে পারে। সহকারী কোচের কথায়, কোনো দলই চাইবে না উইনিং কম্বিনেশন ভাঙতে। মিডল অর্ডার ভালো করলে ম্যাচটা আমাদেরই হবে।

শীর্ষ ছয় লঙ্কান ব্যাটারের মধ্যে মাত্র একজন বাঁহাতি হওয়ায় পেস আক্রমণেও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। রিশাদ, মিরাজের সঙ্গে শামীম হোসেনের অফ স্পিনও কাজে লাগাতে চান কোচরা।

সব মিলিয়ে লম্বা সফরের শেষ ম্যাচটা যেন জয়ে রঙিন হয়, সেই চেষ্টাই থাকবে লিটনদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুখ্যমন্ত্রী মমতার বক্তব্যে সায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের

ভোটের রাজনীতির প্যাঁচে ভারতে বাঙালি হেনস্তা মুখ্যমন্ত্রী মমতার বক্তব্যে সায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের

গোপালগঞ্জে বর্বরতায় জড়িতদের শাস্তি পেতেই হবে: অন্তর্বর্তী সরকার

গোপালগঞ্জে বর্বরতায় জড়িতদের শাস্তি পেতেই হবে: অন্তর্বর্তী সরকার

গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা

গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা

মুজিববাদীরা বাধা দিয়েছে, দ্বিগুণ গতিতে জবাব দেয়া হবে: নাহিদ ইসলাম

মুজিববাদীরা বাধা দিয়েছে, দ্বিগুণ গতিতে জবাব দেয়া হবে: নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App