×

ক্রিকেট

আম্পায়ারের সমালোচনা করে শাস্তি পেলেন অজি অলরাউন্ডার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১০:০১ এএম

আম্পায়ারের সমালোচনা করে শাস্তি পেলেন অজি অলরাউন্ডার

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার টিম ডেভিড। ছবি : সংগৃহীত

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে শাস্তির মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার টিম ডেভিড । ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করায় তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। একইসঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তার নামের পাশে।

গত ২৮ জুলাই অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে এ ঘটনা ঘটে। অজিদের ইনিংসের পঞ্চম ওভারে ক্যারিবীয় পেসার আলজারি জোসেফ একটি বল করেন, যেটিকে ডেভিড ওয়াইড আশা করেছিলেন। কিন্তু আম্পায়ার বলটিকে বৈধ ঘোষণা করেন। এতে অসন্তুষ্ট হয়ে ডেভিড নিজেই দুই হাত প্রসারিত করে ওয়াইডের ইশারা দেন, যা আইসিসির আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ অনুযায়ী অপরাধ।

মাঠের দুই আম্পায়ার লেসলি রাইফার ও জাহিদ বাসারাথ ঘটনাটি গুরুত্বসহকারে নেন এবং বিষয়টি ম্যাচ রেফারির কাছে জানান। তদন্ত শেষে আইসিসি টিম ডেভিডকে শাস্তির আওতায় আনে।

আরো পড়ুন : এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা আফগানিস্তানের, নেই একাধিক তারকা

তবে শাস্তি পেলেও ওই ম্যাচে ব্যাট হাতে ভালোই পারফর্ম করেন ডেভিড। তার ব্যাট থেকে আসে ৩০ রান, যা দলের জয় নিশ্চিত করতে সহায়তা করে।

আইসিসি জানায়, প্রাথমিক অপরাধ হওয়ায় ডেভিডের স্বীকারোক্তি ও ম্যাচ রেফারির সিদ্ধান্তের ভিত্তিতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আচরণবিধি অনুযায়ী, ২৪ মাসের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট জমা হলে তা বড় শাস্তিতে রূপ নিতে পারে এমনকি ম্যাচ নিষেধাজ্ঞায়ও পড়তে পারেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২ দিন ভারী বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে ৪ বিভাগের নদীর পানি

২ দিন ভারী বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে ৪ বিভাগের নদীর পানি

প্রথম প্রেমে পড়েছেন? যেসব বিষয়ে নজর রাখবেন

প্রথম প্রেমে পড়েছেন? যেসব বিষয়ে নজর রাখবেন

এনসিপি ও জাতীয় লীগকে নিবন্ধন দিচ্ছে ইসি

এনসিপি ও জাতীয় লীগকে নিবন্ধন দিচ্ছে ইসি

কোথাও শেষ কোথাও শুরু, আকর্ষণ টাইমস স্কয়ায়

নিউইয়র্কে ৩৬টি শারদীয় দুর্গোৎসব কোথাও শেষ কোথাও শুরু, আকর্ষণ টাইমস স্কয়ায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App