×

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে হারের কারণ জানালেন আফগানিস্তানের কোচ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ এএম

বাংলাদেশের বিপক্ষে হারের কারণ জানালেন আফগানিস্তানের কোচ

রুদ্ধশ্বাস লড়াইয়ে ৮ রানের জয় পায় বাংলাদেশ। ছবি : সংগৃহীত

এশিয়া কাপে হাই-ভোল্টেজ ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও আফগানিস্তান। রুদ্ধশ্বাস লড়াইয়ে ৮ রানের জয় পায় লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচে টিকে থাকলেও আফগানরা হেরে যায় গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হারের কারণ ব্যাখ্যা করেন আফগানিস্তানের প্রধান কোচ জনাথন ট্রট। ট্রট জানান, ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। সেই ধাক্কা সামলাতেই অনেকটা সময় লেগে যায়। পাশাপাশি তিনি বাংলাদেশের ফিল্ডিংয়েরও প্রশংসা করেন।

আরো পড়ুন : ওমানকে গুঁড়িয়ে দিয়ে আমিরাতের বড় জয়

সংবাদ সম্মেলনে ট্রট বলেন, আমার মনে হয় এখানে কয়েকটি বিষয় আছে, শুধু ব্যাটিং নয়। আমি মনে করি ফিল্ডিংয়েও আমরা খুব একটা ভালো ছিলাম না। বাংলাদেশ উড়ন্ত সূচনা পেয়েছিল এবং পাওয়ার প্লে শেষে তারা কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান তুলেছিল। অথচ আমরা ২ উইকেট হারিয়ে ২৭ রান করতে পেরেছিলাম। সুতরাং এটি একটি বড় পার্থক্য।

বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, তারা খুব ভালো ফিল্ডিং করেছে, আমরা সম্ভবত ততটা ভালো ফিল্ডিং করতে পারিনি যতটা করা উচিত ছিল। খেলায় টিকে থাকতে হলে হাতে উইকেট রাখতে হয়, কিন্তু আমরা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছি। আজমতের রান আউটসহ প্রতিটি উইকেটই ম্যাচের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেই মার্কিন নাগরিককে রিসিভ করে পুলিশ কর্মকর্তা, হোটেল ভাড়া দেন জাপা নেতা

সেই মার্কিন নাগরিককে রিসিভ করে পুলিশ কর্মকর্তা, হোটেল ভাড়া দেন জাপা নেতা

নতুন মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী-এমপিসহ ৮ জন

নতুন মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী-এমপিসহ ৮ জন

৪ দফা দাবিতে আন্দোলনে কারিগরি শিক্ষার্থীরা, সাতরাস্তা অবরোধ

৪ দফা দাবিতে আন্দোলনে কারিগরি শিক্ষার্থীরা, সাতরাস্তা অবরোধ

জন্মদিনে বন্ধু মোদিকে ফোনে শুভেচ্ছা ট্রাম্পের

জন্মদিনে বন্ধু মোদিকে ফোনে শুভেচ্ছা ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App