সাকিবের ঝোড়ো ব্যাটিংয়ের পরও মন্ট্রিয়েলের শিরোপা স্বপ্নভঙ্গ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৮ পিএম

ছবি : সংগৃহীত
ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন, কিন্তু বল হাতে নামার আগেই হার নিশ্চিত হয় তার দলের। সাকিব আল হাসানের নেতৃত্বাধীন মন্ট্রিয়েল রয়্যাল টাইগার্স থেমে গেল ব্র্যাম্পটন ব্লিটজের বিপক্ষে কানাডা সুপার সিক্সটি’র ফাইনালে।
ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে মন্ট্রিয়েল। দলের ব্যাটিং লাইনআপ একের পর এক ভেঙে পড়লেও শেষ দিকে সাকিবের ঝোড়ো ১২ বলে ২৯ রানের ইনিংস কিছুটা লড়াইয়ের রূপ দেয়। তার ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছক্কা। ওপেনার দিলপ্রিত বাজওয়া করেন ১৮ রান। বাকিদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ফলে মন্ট্রিয়েল গুটিয়ে যায় ৬৯ রানে।
ব্র্যাম্পটনের বোলাররা ছিলেন দুর্ধর্ষ। ডিলন হেইলিগার ৪ উইকেট নিয়ে ধস নামান মন্ট্রিয়েলের ইনিংসে। তার সঙ্গে ডেভিড ভিসা ও ক্রিস গ্রিভস নেন ৩টি করে উইকেট।
আরো পড়ুন : কোহলির আইপিএল ভবিষ্যৎ ঘিরে জল্পনা
৭০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে এক উইকেট হারায় ব্র্যাম্পটন। ওপেনার উইল স্মিদ আউট হন ৭ রানে। তবে এরপর মার্টিন গাপটিল ও জেমস ভিন্সের ৫৩ রানের জুটিতেই জয়ের ভিত গড়ে যায়। গাপটিল অপরাজিত থাকেন ১৩ বলে ২৩ রান করে, আর ভিন্স আউট হওয়ার আগে করেন ১৬ বলে ৩৪ রান (৪ চার ও ২ ছক্কা)।
ব্রাড কুরি মন্ট্রিয়েলের হয়ে নেন ২ উইকেট। তবে প্রতিপক্ষের জয়ের আগে আর কিছু করার সুযোগ পাননি সাকিব। তার বল হাতে নামার আগেই ম্যাচ শেষ হয়ে যায়।
সেমিফাইনালে বল হাতে দলকে জেতালেও ফাইনালে ব্যাটিং ছাড়া তেমন কিছু করতে পারেননি তিনি। ফলে সাকিবের মন্ট্রিয়েল রয়্যাল টাইগার্সের শিরোপার স্বপ্ন ভেঙে যায় ৫.৫ ওভারেই।