মোস্তাফিজ ছাড়া বিশ্বকাপ দল গঠনের পরামর্শ আইসিসির
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে না রাখার সুপারিশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি নিয়ে আইসিসির নিরাপত্তা বিভাগ সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, নির্দিষ্ট কয়েকটি কারণে ভারতে গেলে বাংলাদেশ দলের নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে।
আরো পড়ুন : বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভেন্যু নিয়ে অনিশ্চয়তা
সোমবার (১২ জানুয়ারি) বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, আইসিসির ওই চিঠিতে তিনটি বিষয়কে নিরাপত্তা ঝুঁকির কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা। চিঠিতে বলা হয়েছে, মোস্তাফিজ দলে থাকলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি আরও বেড়ে যেতে পারে।
সম্প্রতি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এর প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেয়। পাশাপাশি বিসিবিও নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে জানায়, তারা ভারত গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অনাগ্রহী।
এই পরিস্থিতিতে বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশগ্রহণ এবং চূড়ান্ত দল গঠন নিয়ে অনিশ্চয়তা আরো ঘনীভূত হয়েছে।
