বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল, যা বলছে বিসিবি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আগেই চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে ভেন্যু পরিবর্তনের আবেদন প্রত্যাখ্যান করে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপের বাইরে রেখে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।
এরই ধারাবাহিকতায় পরবর্তী পদক্ষেপ হিসেবে আইসিসি বাংলাদেশি সাংবাদিকদের বিশ্বকাপ কাভারের জন্য আবেদন করা অ্যাক্রেডিটেশন বাতিল করেছে। সোমবার (২৬ জানুয়ারি) এ সিদ্ধান্ত কার্যকর হয়।
আরো পড়ুন : বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি
অ্যাক্রেডিটেশন বাতিলের কারণ জানতে আইসিসিকে ই-মেইলের মাধ্যমে ব্যাখ্যা চেয়েছে বিসিবি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সিসিডিএম চ্যালেঞ্জ টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী দিনে খেলা দেখতে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
তিনি বলেন, ‘গতকাল সিদ্ধান্তটা এসেছে। এরপর আমরা আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছি। বিষয়টি অভ্যন্তরীণ ও গোপনীয়, তবে আমরা জানতে চেয়েছি।’
বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল প্রসঙ্গে তিনি বলেন, ‘গণমাধ্যমকর্মীদের জন্য এটা গুরুত্বপূর্ণ নয় যে তাদের দেশ অংশগ্রহণ করতেই হবে। ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ খেলেনি, তারপরও আমাদের সাংবাদিকরা কাভার করতে গিয়েছিলেন। ফিফা বিশ্বকাপেও বাংলাদেশ দল কখনো অংশ নেয়নি, কিন্তু আমাদের সাংবাদিকরা নিয়মিত কাভার করেন। পূর্ণ সদস্য দেশ হিসেবে আমাদের সাংবাদিকদের সুযোগ দেওয়া উচিত ছিল।’
আমজাদ হোসেন আরো উল্লেখ করেন, ‘আমরা তৃতীয় সর্বোচ্চ ভিউয়ার দেশ। বাংলাদেশ না খেললেও বিশ্বকাপ তো হচ্ছে। সেক্ষেত্রে আমাদের গণমাধ্যমকর্মীরা দেশের দর্শকদের জন্য বিশ্বকাপ কাভার করতে পারতেন।’
বিশ্বকাপে অংশ না নেওয়া এবং সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল—এই দুই বিষয়কে আলাদা করে দেখার আহ্বান জানান বিসিবির এই কর্মকর্তা। তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপে শর্ত দিয়েছিলাম নিরাপত্তাজনিত কারণে একটি নির্দিষ্ট ভেন্যুতে খেলতে পারব না। এমন নয় যে আমরা পুরো বিশ্বকাপেই খেলতে চাইনি। আমরা বিকল্প ভেন্যুর অনুরোধ করেছিলাম, সেটি পূরণ না হওয়ায় সরে এসেছি। এর সঙ্গে অ্যাক্রেডিটেশনের বিষয়টি জড়িয়ে দেখা ঠিক হবে না।’
