×

অপরাধ

গোপন বৈঠক

মেজর সাদিকের স্ত্রী ডিবি হেফাজতে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১০:০০ এএম

 মেজর সাদিকের স্ত্রী ডিবি হেফাজতে

ছবি : সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকে সম্পৃক্ততার অভিযোগে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, কে বি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বৈঠকের ঘটনায় সুমাইয়া নামের এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে স্বামী মেজর সাদিকের সঙ্গে ওই প্রশিক্ষণে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।

গত ৮ জুলাই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বসুন্ধরা এলাকার কে বি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় এক ‘গোপন বৈঠক’।

বৈঠকে অংশ নেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ছাত্রলীগ এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীরা।

এই ঘটনায় ১৩ জুলাই ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় এখন পর্যন্ত ২২ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সেনাবাহিনীর মেজর পদমর্যাদার এক কর্মকর্তাকে ১৭ জুলাই রাজধানীর উত্তরা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এই ঘটনায় একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। পূর্ণ তদন্ত শেষ হওয়া সাপেক্ষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার মেজর সাদিকের স্ত্রী

গোপন বৈঠক সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার মেজর সাদিকের স্ত্রী

বিমানবন্দর থেকে আরো ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

বিমানবন্দর থেকে আরো ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

ছয় অঞ্চলে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

ছয় অঞ্চলে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

গাজায় একজনকে হত্যায় ইসরায়েলের খরচ ১৮ কোটি টাকা

গাজায় একজনকে হত্যায় ইসরায়েলের খরচ ১৮ কোটি টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App