×

অপরাধ

আদালতে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর, ক্ষমা চাইলেন সেই আইনজীবী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ পিএম

আদালতে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর, ক্ষমা চাইলেন সেই আইনজীবী

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে বিচারকের সামনেই এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সম্পূর্ণভাবে স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত আইনজীবী মহিউদ্দিন মাহী। ঢাকা আইনজীবী সমিতির শুনানিতে অভিযোগ স্বীকার করে ওই সাংবাদিকের কাছে ক্ষমা চান তিনি।

মারধরের শিকার সময় টেলিভিশনের সাংবাদিক আসিফ হোসাইন সিয়াম আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দাখিল করেছিলেন। সিয়াম জানান, এসময় আইনজীবী সমিতির নেতারা আমাকে অনুরোধ জানান-যেহেতু অভিযুক্ত বিনা তর্কে সব মেনে নিয়েছেন; তাই তার প্রতি ক্ষমাসুন্দর আচরণ দেখাতে। পরে আমি আমার প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলার শর্তে কিছুদিন সময় চাই। পরে সমিতি ১১ সেপ্টেম্বর আদেশের দিন ঠিক করেছে।

গত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে এই মারধরের ঘটনা ঘটে। ওই দিন শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে আদালতে আনা হয়। বিচারক আদালতে আসার পরে আইনজীবী ও সাংবাদিক ছাড়া অন্যদের আদালত কক্ষ থেকে বেরিয়ে যেতে বলা হয়।

এসময় কয়েকজন আইনজীবী সাংবাদিকদেরও ওই কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন। ওই সময় ধারণ করা কয়েকটি ভিডিওতে দেখা গেছে, কয়েকজন আইনজীবী এজলাস কক্ষেই কাউকে ঘিরে হট্টগোল করে সেখান থেকে বেরিয়ে যেতে বলছেন। কয়েকজন তাদেরকে বাধা দিলেও তাতে কাজ হয়নি। সেসময় ওই ভিডিওতে ‘সাংবাদিককে মাইরেন না’ বলতেও শোনা যায়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফ্যাশনের নতুন ট্রেন্ড দাড়ি, সৌন্দর্য বাড়াতে যেভাবে যত্ন নেবেন

ফ্যাশনের নতুন ট্রেন্ড দাড়ি, সৌন্দর্য বাড়াতে যেভাবে যত্ন নেবেন

৭ সেপ্টেম্বর ২০২৫, একনজরে সারাদিন

৭ সেপ্টেম্বর ২০২৫, একনজরে সারাদিন

ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের শপথ বাক্য পাঠ

ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের শপথ বাক্য পাঠ

উপদেষ্টাদের ধুয়ে দিলেন বস্তিবাসীদের নেতা আব্দুর রহিম

উপদেষ্টাদের ধুয়ে দিলেন বস্তিবাসীদের নেতা আব্দুর রহিম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App