×

ঢালিউড

সিনেমার নায়িকা চরিত্রে পর্দায় আসছেন রুনা খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৯:২১ এএম

সিনেমার নায়িকা চরিত্রে পর্দায় আসছেন রুনা খান

রুনা খান। ছবি : সংগৃহীত

ছোট ও বড় পর্দায় নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন রুনা খান। এবার প্রথমবারের মতো সিনেমায় নায়িকার চরিত্রে দেখা যাবে তাকে। আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি।

পরিচালক জানিয়েছেন, ইতোমধ্যেই রুনা খান এ চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। অন্য শিল্পীদেরও প্রায় চূড়ান্ত করা হয়েছে। চলতি বছরের শেষ দিকে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে, তার আগেই শেষ হবে সব প্রস্তুতি।

রুনা খান বলেন, গত শীতে এ ছবির বিষয়ে প্রথম আমার সঙ্গে কথা হয়। গল্প শোনার পর ভালো লাগে। পরে চিত্রনাট্য পড়ে চরিত্রটি পছন্দ হওয়ায় চুক্তি করি। এখানে আমি একজন চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করব। ভিন্ন চরিত্রে কাজ করতে সবসময় ভালোবাসি, বিশেষ করে যেগুলো বাস্তবতার ছোঁয়া রাখে। এ চরিত্রও সেরকম।

আরো পড়ুন : নিউইয়র্কে ‘নো মেকআপ’ লুকে রুনা খান

২০০৭ সালে নোমান রবিনের পরিচালনায় একটি টেলিফিল্মে যাত্রাপালার অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন রুনা খান। তবে এবারই প্রথমবার বড় পর্দায় নায়িকার চরিত্রে আসছেন তিনি।

এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, নায়িকার ভূমিকায় এর আগে কখনো কাজ করিনি। প্রায় ১৭-১৮ বছর আগে টেলিফিল্মে একজন যাত্রার অভিনেত্রী হয়েছিলাম। এবার দর্শক আমাকে সিনেমার নায়িকা চরিত্রে দেখবেন। কাজটি নিয়ে আমি দারুণ উচ্ছ্বসিত। চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। দর্শকদের ভালো লাগলেই আমার সার্থকতা।

তিনি বলেন, আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, তাদের সবাই পর্দায় দেখেন। কিন্তু অনেকে ভুলে যান, পর্দার বাইরেও আমাদের আলাদা জীবন আছে। আমাদেরও আছে সুখ-দুঃখ, হাসি-কান্নার বাস্তব গল্প। এমন এক নায়িকার গল্প নিয়েই মূলত তৈরি হচ্ছে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কর্মস্থলে অনুপস্থিত: ডিবির হারুনসহ ১৮ জন বরখাস্ত

কর্মস্থলে অনুপস্থিত: ডিবির হারুনসহ ১৮ জন বরখাস্ত

ঝিনাইদহের সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেপ্তার

ঝিনাইদহের সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেপ্তার

গোপন বার্তা ফাঁসের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার

গোপন বার্তা ফাঁসের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার

৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ চূড়ান্ত

৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ চূড়ান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App