×

শিক্ষা

রবিবার সীমিতভাবে খুলছে মাইলস্টোন, শুরুতেই হচ্ছে না পাঠদান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৯:৫১ পিএম

রবিবার সীমিতভাবে খুলছে মাইলস্টোন, শুরুতেই হচ্ছে না পাঠদান

ছবি: সংগৃহীত

বিমান দুর্ঘটনার পর তিন দফায় ছুটি বাড়ানোর পর অবশেষে আগামী রবিবার (৩ আগস্ট) সীমিত পরিসরে খুলছে রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন কলেজ। তবে এদিন ক্লাস কিংবা পাঠদান কার্যক্রম চালু করা হবে না। মূলত শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ও স্বাভাবিক জীবনে ফেরার প্রস্তুতি হিসেবেই ক্যাম্পাস খোলা হচ্ছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

শনিবার (২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। 

তিনি বলেন, “বিমান দুর্ঘটনার পর পুরো ক্যাম্পাস এক হৃদয়বিদারক অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছে। এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য শিক্ষার্থীদের মানসিক অবস্থা উন্নয়নের দিকে। তাই রবিবার নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য কলেজ সীমিত পরিসরে খোলা হবে। তবে কোনো ক্লাস বা আনুষ্ঠানিক পাঠদান শুরু করা হবে না।

তিনি আরও জানান, শিক্ষার্থীরা যেন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সে জন্যই ক্যাম্পাসে আসা-যাওয়ার সুযোগ রাখা হচ্ছে। তারা শিক্ষকদের সঙ্গে কথা বলবে, বন্ধুদের সঙ্গে দেখা করে মানসিক প্রশান্তি ফিরে পাওয়ার সুযোগ পাবে। এটিই আমাদের প্রথম ধাপ। 

এদিন কলেজে দোয়া মাহফিলের আয়োজন রাখা হয়েছে, যা আগামীতেও চলবে বলে জানান তিনি। একইসঙ্গে কলেজে কাউন্সেলিং কার্যক্রম চালু রয়েছে, যেখানে শিক্ষকরা শিক্ষার্থীদের মানসিক সমর্থন দিয়ে পাশে রয়েছেন। বিমানবাহিনীর পক্ষ থেকেও ক্যাম্পাসে একটি মেডিকেল ক্যাম্প চালু রয়েছে, যেখানে শারীরিক ও মানসিক পরামর্শ দেয়া হচ্ছে।

শাহ বুলবুল বলেন, ধাপে ধাপে আমরা শিক্ষার্থীদের হারানো স্বাভাবিকতায় ফেরাতে চাই। এই সংকটে সবচেয়ে বড় শক্তি আমাদের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সহানুভূতি।

উল্লেখ্য, গত ২১ জুলাই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে আঘাত হানে। ভয়াবহ ওই দুর্ঘটনায় প্রতিষ্ঠানটির বহু শিক্ষক-শিক্ষার্থী হতাহত হন, এবং ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় এক শোকাবহ পরিবেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রবিবার সীমিতভাবে খুলছে মাইলস্টোন, শুরুতেই হচ্ছে না পাঠদান

রবিবার সীমিতভাবে খুলছে মাইলস্টোন, শুরুতেই হচ্ছে না পাঠদান

রবিবার শাহবাগ এলাকায় যানচলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

ছাত্রদল-এনসিপির সমাবেশ রবিবার শাহবাগ এলাকায় যানচলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

প্রশাসনে বিএনপি-জামায়াতের পুনর্বাসন হয়েছে: নুর

প্রশাসনে বিএনপি-জামায়াতের পুনর্বাসন হয়েছে: নুর

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ রবিবার

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ রবিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App