×

বিনোদন

আলিয়ার মা হতে চলার খবরে আনন্দাশ্রু করণ জোহরের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২২, ১২:১৯ পিএম

আলিয়ার মা হতে চলার খবরে আনন্দাশ্রু করণ জোহরের

আলিয়া ভাট ও করণ জোহর

আলিয়ার মা হতে চলার খবরে আনন্দাশ্রু করণ জোহরের

আলিয়ার মা হতে চলার খবরে আনন্দাশ্রু বিসর্জন দিয়েছেন বলিউড ছবির পরিচালক ও খ্যাতিমান উপস্থাপক করণ জোহর। কারণ তার হাত ধরেই আলিয়া ভাট ছবির জগতে এসেছেন। তাছাড়া, বলিউডের এই অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠানে গুটিকয়েক যেসব তারকা উপস্থিত ছিলেন, তার মধ্যে করণ জোহর ছিলেন অন্যতম।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের আড়াই মাসের মাথায় মা হওয়ার খবর জানিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। তবে পরিচালক করণ জোহর এ খবর আগে থেকেই জানতেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আলিয়ার মা হওয়ার খবর শুনে আমি কেঁদে ফেলি। আমার অফিসে তিনি নিজেই এসে আমাকে এ খবর দিয়েছিলেন। সেদিন আমি টুপি ও হুডি পরে বসেছিলাম। এ অবস্থায় তিনি আমাকে বললেন, তিনি অন্তঃসত্ত্বা। পরক্ষণে আমি আলিয়াকে বলেছিলাম, আমার বিশ্বাস হতে চাইছে না। খবর হিন্দুস্তান টাইমসের।

বলিউডের বিতর্কিত টিভি অনুষ্ঠান ‘কফি উইথ করণে’র এই উপস্থাপক আরও বলেন, আলিয়া যখন তার মা হওয়ার খবর জানান, ওই মুহূর্ত আমার জন্য ভীষণ আবেগের ছিল। এখনও তাই আছে। তাকে মেয়ে থেকে সফল অভিনেত্রী হয়ে উঠতে দেখেছি। তাকে নিয়ে আমার গর্ব হয়। বাবা হওয়ার প্রথম অভিজ্ঞতা তার কাছ থেকেই পেয়েছি। মাত্র ১৭ বছর বয়সে আমার কাছে এসেছিলেন তিনি। আর এখন ২৯ বছর বয়সে আমার কাছে এলেন তিনি। তার সন্তানকে কোলে নেয়ার জন্য বেশি অপেক্ষা করতে হচ্ছে না। নিজের সন্তানদের প্রথমবার কোলে নিয়ে যে অনুভূতি হয়েছিল, জানি এই অনুভূতিও একই রকম হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে: হাসনাত

বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে: হাসনাত

হাদি আমার সন্তানতূল্য, প্রতিদ্বন্দ্বী নন: মির্জা আব্বাস

হাদি আমার সন্তানতূল্য, প্রতিদ্বন্দ্বী নন: মির্জা আব্বাস

হাদির বর্তমান অবস্থা সম্পর্কে যা জানালো মেডিকেল বোর্ড

হাদির বর্তমান অবস্থা সম্পর্কে যা জানালো মেডিকেল বোর্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App