×

বিনোদন

একের পর এক সংসার ভাঙার কারণ জানালেন শ্রাবন্তী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১০:০৪ পিএম

একের পর এক সংসার ভাঙার কারণ জানালেন শ্রাবন্তী

ছবি: সংগৃহীত

পর্দায় বিভিন্ন জনের বাহুলগ্না হয়েছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার ব্যক্তিজীবনেও এসেছে একাধিক পুরুষ। এরই মধ্যে তিনবার ছাদনাতলায় গেছেন অভিনেত্রী। অনেকের কৌতূহল, ফের বিয়ে করবেন শ্রাবন্তী? কারও প্রশ্ন কেন তার কোনো বিয়েই টিকলো না? এবার ভারতীয় সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে জবাব দিলেন নায়িকা। 

শ্রাবন্তী বলেন, আমি এখনও বিয়েতে বিশ্বাস করি। কারণ আমি আমার বাবা-মাকেও দেখেছি। আমি মনে করি, যারা বিয়ে করছেন; তারা ভালো থাকুন। তাঁদের যেন একে অপরের প্রতি স্বচ্ছ্বতাটা বজায় থাকে। কেন বিয়ে করবে না? এটা তো আমরা বহু বছর ধরে দেখে আসছি।

একাধিকবার ঘর ভেঙেছে। সে প্রসঙ্গেও কথা বলেছেন। তার ভাষ্য, আমার যেটা ভুল ছিল, আমি জীবনে ভুল মানুষ বেছে নিয়েছিলাম, যেটা হয়তো আমার আরও ভালো করে বুঝে নিয়ে করা উচিত ছিল। আসলে আমি তো খুব ইমোশানল একজন মানুষ। সেখানে আমার মনে হয়, আবেগে না ভেসে, আরও বাস্তব বুদ্ধি দিয়ে জীবনটাকে দেখা উচিত ছিল। আমি বলব নিজের ভালো থাকাটা খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি নিজের সম্মানটা যেখানে বজায় থাকবে সেখানে এগিয়ে যাওয়া উচিত।

তিনি বলেন, একটাই জীবন, তাই লোকে কী বলছে না বলছে, সেটা দেখে এগিয়ে যাওয়া উচিত নয়। নিজের মন যেটা বলছে, যেটা করলে আপনার ধারণা আপনার ভালো হবে, সেটাই করা উচিত। কারণ কেউ পুরোপুরি কারুর জায়গাটা অনুভব করতে পারে না। তাই নিজেকেই নিজের ভালোবাসা উচিত সবার আগে।

শ্রাবন্তীর প্রথম স্বামীর নাম রাজীব বিশ্বাস। তিনি পেশায় একজন চলচ্চিত্র পরিচালক। দীর্ঘদিন প্রেমের পর ২০০৩ সালে তারা বিয়ে করেন। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এই ঘরে ঝিনুক নামে একটি ছেলে সন্তান আছে শ্রাবন্তীর। সে এখন মায়ের সঙ্গে থাকে। 

ওই বছরই মডেল কৃষাণ বিরাজের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শ্রাবন্তী। এক বছরও টেকেনি এই সংসার। এরপর দুই বছর বিরতি নিয়ে ২০১৯ সালে রোশন সিংকে বিয়ে করেন তিনি। বিয়ের এক বছর না যেতেই আলাদা থাকতে শুরু করেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নীলফামারীতে বৃত্তি বঞ্চিত কিন্ডারগার্টেন স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন

নীলফামারীতে বৃত্তি বঞ্চিত কিন্ডারগার্টেন স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন

রক্ত দেয়া-নেয়ার আগে যেসব বিষয় খেয়াল রাখা জরুরি

রক্ত দেয়া-নেয়ার আগে যেসব বিষয় খেয়াল রাখা জরুরি

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে তলিয়ে গেছে ঝুলন্ত ব্রীজ

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে তলিয়ে গেছে ঝুলন্ত ব্রীজ

মুরাদনগরে রক্ষকই যখন ভক্ষক বললেন ছাত্রদল নেতা আউয়াল

মুরাদনগরে রক্ষকই যখন ভক্ষক বললেন ছাত্রদল নেতা আউয়াল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App