×

বিনোদন

‘জ্বি, আমি স্বার্থপর’, শাকিব খানের নায়িকা নিয়ে দীপা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১১:৫৬ পিএম

‘জ্বি, আমি স্বার্থপর’, শাকিব খানের নায়িকা নিয়ে দীপা

ছবি: সংগৃহীত

প্রতি ঈদেই নতুন ছবি নিয়ে আসেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। ২০২৬ সালের ঈদুল ফিতরেও তার ব্যতিক্রম হচ্ছে না। পরিচালক আবু হায়াত মাহমুদ নির্মাণ করছেন নতুন এক সিনেমা, যেখানে শাকিব খানের বিপরীতে অভিনয়ের জন্য টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার-এর নাম শোনা যাচ্ছে। আর এই খবর ঘিরেই শুরু হয়েছে সমালোচনা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ফ্যানমেইড পোস্টার ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, ‘পিচ্চি হান্নান’ চরিত্রে মোশাররফ করিম, ‘কালা জাহাঙ্গীর’ চরিত্রে শাকিব খান, আর প্রধান নারী চরিত্রে মধুমিতা সরকার। এই পোস্টার ঘিরেই সরব হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার।

স্ট্যাটাসে দীপা লেখেন, ‘‘এটা কি যৌথ প্রযোজনার সিনেমা? যদি শুধু বাংলাদেশের হয়, তাহলে আমাদের দেশে কি লিড ফিমেল রোল করার মতো কোনো শিল্পী নেই? কেন এমন কাস্টিং হচ্ছে?’

এই বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এমনকি দীপার পূর্বের একটি প্রজেক্টেও ভারতীয় শিল্পী অংশ নেওয়ায় প্রশ্ন ওঠে। এরপর মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে আরও একটি ফেসবুক স্ট্যাটাস দেন দীপা, যেখানে তিনি সরাসরি লেখেন—‘ জ্বি আমি স্বার্থপর। আমি চাই, আমার দেশের উন্নতি হোক। আমার মিডিয়া ইন্ডাস্ট্রির উন্নতি হোক। আর্টিস্টদের লাভ হোক।  

দীপার কথায়, ‘শাকিব খানের সিনেমা মানেই বিশাল কিছু। সেখানের একটা অংশ কেন আমরা অন্যদের দিয়ে দিব? যেখানে নারী লিড রোলের সুযোগ খুব বেশি থাকে না। যাও দুই-একটা থাকে সেটা যদি অন‍্য দেশের আর্টিস্টের দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের আর্টিস্টদের জন্য কি থাকলো? 

সবশেষ অভিনেত্রী লেখেন, অলরেডি অনেক আর্টিস্টই সিনেমায় প্রমাণিত। চিন্তাভাবনা বদলাতে হবে। গল্পনির্ভর সিনেমা বানাতে হবে।

দীপার পোস্টে বহু নেটিজেনও একমত পোষণ করেন। কেউ মন্তব্য করেন, ‘বাংলাদেশের এত ভালো অভিনেত্রী থাকতে কলকাতার সিরিয়ালের পুরনো মুখগুলো কেন?’ কেউ বলেন, ‘মিম, পুজা, নুসরাত ফারিয়া, তুশি—সবাই তো পর্দায় প্রমাণিত। তারা বেকার বসে থাকবে, আর বাইরের শিল্পী সুযোগ পাবে, এটা কি ন্যায্য?’

এই বিতর্ক নতুন করে আলোচনায় এনেছে বাংলাদেশি চলচ্চিত্রে বিদেশি অভিনয়শিল্পীদের ক্রমবর্ধমান উপস্থিতি এবং একইসঙ্গে উঠেছে স্থানীয় শিল্পীদের কাজের সুযোগ ও মর্যাদা রক্ষার প্রশ্ন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘জ্বি, আমি স্বার্থপর’, শাকিব খানের নায়িকা নিয়ে দীপা

‘জ্বি, আমি স্বার্থপর’, শাকিব খানের নায়িকা নিয়ে দীপা

যেসব সবজি রান্নার চাইতে কাঁচাই স্বাস্থ্যকর

যেসব সবজি রান্নার চাইতে কাঁচাই স্বাস্থ্যকর

বাংলাদেশের ৫৪ বছরেও সেই সমস্যা দূর হয়নি: নাহিদ ইসলাম

বাংলাদেশের ৫৪ বছরেও সেই সমস্যা দূর হয়নি: নাহিদ ইসলাম

বড় হার বাংলাদেশের, সিরিজ শ্রীলঙ্কার

বড় হার বাংলাদেশের, সিরিজ শ্রীলঙ্কার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App