×

বিনোদন

‘শের-ই-বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন আসিকুর রহমান নাদিম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৫:৪২ পিএম

‘শের-ই-বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন আসিকুর রহমান নাদিম

‘শের-ই-বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন আসিকুর রহমান নাদিম

চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মো: আসিকুর রহমান নাদিম। একটি চলচ্চিত্র পরিবারের জন্ম অভিনেতা নাদিমের। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সদস্য। ১৮ জুলাই শুক্রবার ২০২৫ বিকেলে ঢাকার বিজয় নগরের থ্রি স্টার হোটেল অর্নেট মিলনায়তনে ‘শের-ই-বাংলা স্টার অ্যাওয়ার্ড গ্রহণ করেন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক আসিকুর রহমান নাদিম। 

সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান ও বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির সভাপতি সৈয়দ মার্গুব মোর্শেদ ও সাধারণ সম্পাদক এম. শফিক উদ্দিন অপু তার হাতে পুরস্কার তুলে দেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবি হচ্ছে, মায়ের হাতের বালা, খুনি শিকদার, ব্যাডসান, বাংলা ভাই সহ অসংখ্য ছবি। প্রযোজনা করেছেন স্পট ডেট সিনেমা। 

পারিবারিক ভাবে প্রযোজনা করেন সময় কথা বলে, বাংলার মা, কসম বাংলার মাটি, রাজা, ডাকুরানী, মার্ডার, লাকী সেভেন, মধুর মিলন, দস্যু ইত্যাদি। প্রযোজনা সংস্থার নাম  নাদিম ফিল্মস, লিটন ফিল্মস, টিটু ফিল্মস ও মনোয়ারা ফিল্মস। মো: আসিকুর রহমান নাদিম বিভিন্ন ছবিতে  উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেছেন। 

নাদিম বলেন,বছরে আমাদের পরিবার থেকে ৪/৫ টা ছবি প্রযোজনা করা হয়। এখনো ফিল্ম নিয়ে আছি, ভবিষ্যতেও থাকবো। আগামীতে   আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণ করার কাজ এগিয়ে যাচ্ছে। সুন্দর সুন্দর ছবির গল্প তৈরি হচ্ছে। নাদিম আর ও বলেন, বর্তমানে সিনেমা নির্মাণ খুব কম হচ্ছে, ফলে অভিনয় ও কমে যাচ্ছে । অনেক পেশাদার প্রযোজক ছবি নির্মাণ বন্ধ করে দিয়েছে ফলে বাণিজ্যিকভাবে ছবি নির্মাণ বন্ধ হয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই দশক পর গণমাধ্যমের মুখোমুখি তারেক রহমান

দুই দশক পর গণমাধ্যমের মুখোমুখি তারেক রহমান

নেক্সট টাইম পেলে গাড়িসহ লটকাইয়া রাখবো, সাংবাদিককে ট্রাফিক পুলিশের এসি

নেক্সট টাইম পেলে গাড়িসহ লটকাইয়া রাখবো, সাংবাদিককে ট্রাফিক পুলিশের এসি

কুরআন অবমাননাকারী যুবকের কঠোর শাস্তির দাবি ইনকিলাব মঞ্চের

কুরআন অবমাননাকারী যুবকের কঠোর শাস্তির দাবি ইনকিলাব মঞ্চের

কুরআন অবমাননার ঘটনায় ইনকিলাব মঞ্চের প্রতিবাদ

কুরআন অবমাননার ঘটনায় ইনকিলাব মঞ্চের প্রতিবাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App