×

বিনোদন

রবি গ্রাহকদের ১৮ টাকায় চরকিতে “উৎসব” ও “তাণ্ডব” দেখার দারুণ সুযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১০:২১ পিএম

রবি গ্রাহকদের ১৮ টাকায় চরকিতে “উৎসব” ও “তাণ্ডব” দেখার দারুণ সুযোগ

রবি গ্রাহকদের ১৮ টাকায় চরকিতে “উৎসব” ও “তাণ্ডব” দেখার দারুণ সুযোগ

ডিজিটাল বিনোদনে নতুন মাত্রা যুক্ত করতে রবি নিয়ে এসেছে দুর্দান্ত এক অফার। রবি গ্রাহকরা মাত্র ১৮ টাকায় প্রথমবারের মতো দেখতে পারবেন দুইটি বাংলাদেশি ব্লকবাস্টার সিনেমা “উৎসব” এবং “তাণ্ডব”, জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে।

“এক টিকিটে ২ মুভি” স্লোগানটি অফারটিকে আরও জমজমাট করে তুলেছে। মাই রবি অ্যাপ, সরাসরি রিচার্জ, বিকাশ, নগদ কিংবা ইউএসএসডি কোডের মাধ্যমে খুব সহজেই এই মুভি প্যাক কেনা যাবে। এ সাবস্ক্রিপশনটি ৩০ দিন পর্যন্ত সক্রিয় থাকবে, ফলে সারা দেশের সিনেমাপ্রেমীরা তাদের সুবিধামতো সময় দেখে নিতে পারবেন এই দুইটি সিনেমা।

রবি’র মার্কেটিং বিভাগের প্রধান মো. শওকত কাদের চৌধুরী বলেন, “গ্রাহকদের প্রিমিয়াম ডিজিটাল বিনোদনের অভিজ্ঞতা দিতে রবি সবসময়ই অঙ্গীকারবদ্ধ। এই উদ্যোগের মাধ্যমে দেশীয় মানসম্পন্ন সিনেমা দেখা আরও সহজতর হবে। আমাদের মূল উদ্দেশ্যই সাশ্রয়ী মূল্যে মানসম্মত বিনোদন সবার কাছে পৌঁছে দেয়া ।”

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, “দর্শকরা ‘উৎসব’ ও ‘তাণ্ডব’ দেখে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যদিও রাজধানীর হলে গিয়ে অনেকেই সিনেমা দুটি দেখেছেন। তবে জেলা শহর, মফস্বল বা শহরতলির অনেক দর্শকই সিনেমাগুলো দেখতে পারেননি। রবি ও চরকির মাধ্যমে বাংলা কনটেন্টপ্রেমী দর্শকদের কাছে সিনেমা দুটি পৌঁছে যাবে। আশা করি, দর্শকরা ‘উৎসব’ ও ‘তাণ্ডব’-এর ভেতর ডুবে যাবেন।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বামী-স্ত্রীকে যেসব কথা বলা উচিত নয়

স্বামী-স্ত্রীকে যেসব কথা বলা উচিত নয়

এনসিএল টি-টোয়েন্টিতে খেলবেন তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ

এনসিএল টি-টোয়েন্টিতে খেলবেন তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ

নভেম্বর-ডিসেম্বরে ফিরবেন তারেক রহমান, নির্বাচনে জিতলে হবেন প্রধানমন্ত্রী

হুমায়ূন কবির বললেন নভেম্বর-ডিসেম্বরে ফিরবেন তারেক রহমান, নির্বাচনে জিতলে হবেন প্রধানমন্ত্রী

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল, পোস্টালে ভোট দেবেন প্রবাসীরা

নির্বাচন কমিশনার সানাউল্লাহ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল, পোস্টালে ভোট দেবেন প্রবাসীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App