×

বিনোদন

যে ৫ ‘জাদুমন্ত্রে’ বলিউডে ঝড় তুলেছে ‘সাইয়ারা’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০৯:৩৯ পিএম

যে ৫ ‘জাদুমন্ত্রে’ বলিউডে ঝড় তুলেছে ‘সাইয়ারা’

ছবি: সংগৃহীত

বলিউডে এখন ‘সাইয়ারা’ ঝড় চলছে। ‘আশিকি ২’ খ্যাত নির্মাতা মোহিত সুরির এই রোমান্টিক ড্রামা মুক্তির কয়েক সপ্তাহের মধ্যে জায়গা করে নিয়েছে ৫০০ কোটির ক্লাবে। যদি না-ও দেখে থাকেন, সামাজিক মাধ্যমে ‘সাইয়ারা’ নিয়ে উন্মাদনা আপনার চোখ এড়িয়ে যাওয়ার কথা নয়। সিনেমাটি দেখার পর প্রেক্ষাগৃহে দর্শক প্রতিক্রিয়ার অনেক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে আবেগের বিচ্ছুরণ দেখা গেছে। কেউ সিনেমাটি দেখে প্রেক্ষাগৃহেই অচেতন হয়েছেন। আবার অনেকে হাউমাউ করে কেঁদেছেন। কোন জাদুমন্ত্রবলে ‘সাইয়ারা’ এত জনপ্রিয় হলো, ব্যবসায় রেকর্ড গড়ল–তা জানার চেষ্টা করা হলো এই প্রতিবেদনে।

নতুন মুখ, নতুন জুটি

‘সাইয়ারা’ দিয়ে অভিষেক হয়েছে আহান পান্ডে ও অনীৎ পাড্ডার। বিশের কোঠার তরুণ দুই অভিনেতা, যাদের কাস্টিংও হয়েছে বাস্তবসম্মতভাবে— তরুণ প্রেমিক-প্রেমিকার চরিত্রে। অনেকদিন ধরে হিন্দি সিনেমাপ্রেমীরা অভিযোগ করছিলেন, নতুন মুখের অভাব ও একই ধরনের লুকের তারকার আধিক্য নিয়ে। আহান ও অনীৎ সেই শূন্যস্থান পূরণ করেছেন। আহানের মধ্যে নেই কার্তিক আরিয়ান বা আদিত্য রয় কাপুরের ছায়া, আর অনীৎ সম্পূর্ণ কাঁচা ও সতেজ, ঠিক যেমন হওয়া উচিত একজন নবাগত অভিনেত্রীর। এই সতেজতা ও দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করার ক্ষমতার সঙ্গে বাড়তি পাওয়া তাদের প্রশংসনীয় অভিনয়।

হারিয়ে যাওয়া সহজ প্রেমের গল্প

পোস্ট-প্যান্ডেমিক সময়ে হিন্দি সিনেমার সবচেয়ে বড় সাফল্যগুলো ছিল মূলত ভরপুর ‘মাস এন্টারটেইনার’ বা ফ্র্যাঞ্চাইজি-নির্ভর সিনেমা। ফর্মুলা আর স্কেলের বাইরে কিছু কমই এসেছে। মাঝেমধ্যে ‘টুয়েলভ ফেল’ বা ‘মেট্রো ইন দিনো’ এসে প্রমাণ করেছে, দর্শক অজানা গল্পেও বাজি ধরতে প্রস্তুত। ‘সাইয়ারা’ সেই ধারারই পূর্ণতা— একদম সোজাসাপ্টা প্রেমের গল্প, অপ্রয়োজনীয় মেলোড্রামা ছাড়া (যতটুকু স্ক্রিনের জন্য দরকার)।

সবচেয়ে বড় কথা, এটি এমন সময়ে মুক্তি পেয়েছে যখন তরুণ প্রজন্ম বহুদিন ভালো একটি বলিউডি প্রেমের গল্প পায়নি। এক দশক আগে ছিল ‘আশিকি ২’, দুই দশক আগে ‘হাম তুম’ আর ‘মোহাব্বতে’, আর ৯০-এর দশকে ‘ডিডিএলজে’ ও প্রথম ‘আশিকি’। ‘সাইয়ারা’ সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় তরুণ প্রজন্মকে মনে করিয়ে দিচ্ছে সরল ও আত্মত্যাগী ভালোবাসা কেমন হয়।

গ্রিন ফ্ল্যাগ

‘সাইয়ারা’ নতুন কোনো বিপ্লব নয়, তবে এর উপস্থাপনায় আছে ভিন্নতা। উপর থেকে দেখলে এটি বিদ্রোহী এক তরুণের সরল মেয়ের প্রেমে পড়ে বদলে যাওয়ার গল্প। কিন্তু এর ‘অ্যান্টি-রকস্টার’ ধারা বেশ ‘গ্রিন ফ্ল্যাগ’-এর মতো। এক সিনেমাপ্রেমী হিন্দুস্তান টাইমসকে বলছিলেন, ‘আমরা সম্পর্কের সমস্যাযুক্ত পুরুষদের সঙ্গে এত অভ্যস্ত যে চারপাশে শুধু লাল সংকেতই দেখি। তাই এমন একটি ছবি দেখা সত্যিই সতেজ, যা বলে— না, এমন পুরুষও আছে।’

‘সাইয়ারা’-তে নায়ককে উপস্থাপন করা হয়েছে এক সোনার হৃদয়ের বিদ্রোহী হিসেবে। জর্ডান (রকস্টার) বা রাহুল জয়কার (আশিকি ২)-এর মতো নয়, সে নিজের ভেতরের দানবকে জয় করে প্রিয়তমার জন্য। তাকে ধ্বংস না করে, না নিজেকে শেষ করে, বরং সম্পর্কটিকে বাঁচানোর জন্য লড়ে যায়। নিখাদ গ্রিন ফ্ল্যাগ!

সুরের জয়যাত্রা

‘সাইয়ারা’-র প্রচারে নায়ক-নায়িকার উপস্থিতি ছিল না। এখনো পর্যন্ত আহান বা অনীৎ একটি সাক্ষাৎকারও দেননি। পুরো আলোচনার কেন্দ্র ছিল মোহিত সুরির রোমান্স ঘরানায় ফেরা আর সংগীত। জুনে প্রকাশিত টাইটেল ট্র্যাক মুহূর্তেই জনপ্রিয়তা পায়। পরের গানগুলোও দ্রুত শ্রোতাদের মন জিতে নেয়। ‘সাইয়ারা’ ফিরিয়ে এনেছে সেই মেলোডি, যা বহুদিন হিন্দি সিনেমা থেকে দূরে সরে ছিল— নেই কোনো রিমিক্স, আইটেম সং বা প্রমোশনের জন্য কৃত্রিম নাচের দৃশ্য।

মোহিত সুরি + যশ রাজ ফিল্মস = জুটির জাদু

চিত্রনাট্যের ধরন ও ভিজ্যুয়াল উপস্থাপনায় ‘সাইয়ারা’-কে তুলনা করা হচ্ছে ‘আশিকি ২’-এর সঙ্গে, এবং কারণও স্পষ্ট— দুটিই মোহিত সুরির পরিচালনা। এর সঙ্গে আছে যশ রাজ ফিল্মসের প্রযোজনা, যারা ‘সিলসিলা’, ‘চাঁদনী’ থেকে ‘ডিডিএলজে’ পর্যন্ত রোম্যান্টিক সিনেমা পর্দায় এনেছে। একদিকে মোহিত সুরির গল্পের আন্তরিকতা ও গভীরতা, অন্যদিকে যশ রাজ-এর ভিজ্যুয়াল জাঁকজমকই এই সিনেমার সিক্রেট রেসিপি।

পুরোনো দিনের প্রচারণা

নেই রিয়েলিটি শো ভিজিট, নেই প্রতিটি পডকাস্টে মুখ দেখা। সাইয়ারা এড়িয়ে গেছে সেই সব কৌশল, যা আজকাল বলিউড ছবির প্রচারে ‘অপরিহার্য’ বলে ধরা হয়। কেবল পরিচালক মোহিত সুরি, গীতিকার ইরশাদ কামিল ও সুরকাররাই কয়েকটি সাক্ষাৎকার দিয়েছেন— বিষয় ছিল গল্প, সংগীত আর কেন নতুনদের কাস্ট করা হয়েছে। ব্যক্তিগত সংগ্রাম বা বলিউডি ‘সংযোগ’-এর গল্প ছিল না। নিঃশব্দে ছবিটি পৌঁছে গেছে দর্শকের কাছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রান্না করা খাবার ফ্রিজে কত দিন রাখা যায়?

রান্না করা খাবার ফ্রিজে কত দিন রাখা যায়?

বিভিন্ন খাতে উল্লেখযোগ্য সাফল্য নিয়ে এক বছর পূর্ণ করল অন্তর্বর্তী সরকার

বিভিন্ন খাতে উল্লেখযোগ্য সাফল্য নিয়ে এক বছর পূর্ণ করল অন্তর্বর্তী সরকার

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নোয়াবের উদ্বেগ, জবাব দিলো প্রেস উইং

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নোয়াবের উদ্বেগ, জবাব দিলো প্রেস উইং

যে ৫ ‘জাদুমন্ত্রে’ বলিউডে ঝড় তুলেছে ‘সাইয়ারা’

যে ৫ ‘জাদুমন্ত্রে’ বলিউডে ঝড় তুলেছে ‘সাইয়ারা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App