×

বিনোদন

বিজয়ীর সঙ্গে উদ্‌যাপনে অমিতাভ

প্রথম কোটিপতি পেলো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন সিজন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৯:১৩ পিএম

প্রথম কোটিপতি পেলো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন সিজন

ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই শুরু হয়েছে অমিতাভ বচ্চন সঞ্চালিত জনপ্রিয় অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৭’। ইতোমধ্যেই চলতি মৌসুমের প্রথম কোটিপতি পেয়ে গেলো অনুষ্ঠানের নতুন সিজন। উত্তরাখণ্ডের বাসিন্দা আদিত্য কুমার গড়লেন ইতিহাস। নির্মাতাদের তরফেই প্রকাশ্যে এসেছে সেই প্রোমো। কোটি টাকা জেতার আনন্দে প্রতিযোগীর সঙ্গে উচ্ছ্বসিত সঞ্চালক বিগ বি নিজেও। প্রোমোর শেষে পরিষ্কার, এবার ৭ কোটি টাকার প্রশ্নের জন্য খেলবেন আদিত্য।

চ্যানেলের তরফে যে প্রোমো পোস্ট করা হয়েছে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে, সেখানে দেখা যাচ্ছে-নিজের জীবনসংগ্রাম নিয়ে অমিতাভের সঙ্গে কথা বলছেন আদিত্য। উত্তরাখণ্ডের ছেলে আপাতত চাকরি সূত্রে গুজরাতের বাসিন্দা। সেখানকার এক তাপবিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে কর্মরত তিনি। আদিত্য পেশায় সিআইএসএফের ডেপুটি কমান্ড্যান্ট। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত (এনএসই) পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করেছিলেন।

আদিত্যকে বলতে শোনা যায়, শিক্ষা অত্যন্ত জরুরি এবং সেই কারণেই আমি আজ এই আসন পর্যন্ত পৌঁছাতে পেরেছি। এই যাত্রাপথ খুব সহজ ছিল না। মনে আছে, কীভাবে আমি একটা ছোট্ট ঘরে থেকেছি, বন্ধুদের থেকে দূরে থেকেছি এবং নিজেকে রীতিমতো ঘরবন্দি করে এক বছর ধরে প্রস্তুতি নিয়েছিলাম। সেই কারণেই আজ আমি এখানে পৌঁছাতে পেরেছি। তার কঠোর পরিশ্রমের কথা শুনে হাততালিতে ফেটে পড়েন দর্শক, বাহ্বা দেন অমিতাভ বচ্চনও।

এরপরে নিজের পরিচিত ঢঙেই অমিতাভ জানান, ১ কোটি টাকা জিতেছেন আদিত্য। নিজের কানকেই যেন তখন বিশ্বাস করতে পারছেন না প্রতিযোগী! জড়িয়ে ধরেন তারকা অভিনেতাকে। আদিত্যের মা-বাবাও উপস্থিত এই পর্বে। ছেলের ‘মাইলফলক’ ছোঁয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তারাও। প্রোমোর শেষে দেখা যায়, নিজের ‘হট সিট’-এ ফিরে এসে ৭ কোটির প্রশ্নের দিকে এগোচ্ছেন আদিত্য। অনুষ্ঠানে ১৭তম মৌসুমের প্রথম কোটি টাকা জয়ের এই পর্ব দেখার অপেক্ষায় দর্শক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিশুদের হাঁপানি সম্পর্কে যা যা জানা জরুরি

শিশুদের হাঁপানি সম্পর্কে যা যা জানা জরুরি

গুঁড়িয়ে দেয়া হলো নসরুল হামিদের অবৈধ বাংলো

গুঁড়িয়ে দেয়া হলো নসরুল হামিদের অবৈধ বাংলো

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

শিবির প্যানেল থেকে যেভাবে জয়ী হতে চায় রায়হান-সালমা দম্পতি

শিবির প্যানেল থেকে যেভাবে জয়ী হতে চায় রায়হান-সালমা দম্পতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App