×

বিনোদন

বাপ্পি লাহিড়ির বিপুল স্বর্ণ পেলো কারা, কোথায় গেলো এত টাকার সম্পত্তি?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১০:২০ পিএম

বাপ্পি লাহিড়ির বিপুল স্বর্ণ পেলো কারা, কোথায় গেলো এত টাকার সম্পত্তি?

ছবি: সংগৃহীত

বছর তিনেক আগে অনন্তলোকের পথে পাড়ি জমান কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। ৬৯ বছর তার মৃত্যুর মধ্য দিয়ে উপমহাদেশের সংগীতের বর্ণাঢ্য এক অধ্যায়ের পরিসমাপ্তি হয়েছিল। দীর্ঘ ৫০ বছরের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। বাংলা কিংবা হিন্দি— সব গানেই ছিলেন সমান পারদর্শী। 

বাপ্পি ছিলেন বলিউডের— গোল্ডম্যান। গয়না পরতে ভালোবাসতেন তিনি। গান প্রথম ভালোবাসা হলেও সোনার গয়নার প্রতি ছিল অকৃত্রিম দুর্বলতা। তাঁর জুয়েলারি কালেকশন যেকোনো গয়নাপ্রেমীর কাছে ঈর্ষণীয়। হাতে, গলায় পরে থাকতেন লাখ লাখ টাকার অলঙ্কার। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই সব গয়না কে পেয়েছে? কার কাছে এখন সেসব জুয়েলারি?

মৃত্যুর আগে ২০১৪ সালের এক হলফনামা করেছিলেন বাপ্পি। সেখানে লেখা ছিল মৃত্যুর পর তাঁর যাবতীয় অলঙ্কারের দায়িত্ব পাবেন ছেলে বাপ্পা ও মেয়ে রিমা। কিংবদন্তির মৃত্যুর পর তাঁর ইচ্ছাকে মর্যাদা দিয়ে সেই অলঙ্কার গচ্ছিত রয়েছে উভয়ের কাছেই। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুর আগে ৭৫৪ গ্রাম স্বর্ণ রেখে গিয়েছেন লাহিড়ী। সেসময় এর বাজারমূল্য ছিল ভারতীয় মুদ্রায় ৩৮ লাখ ৭১ হাজার ৭৯০ রুপি।  

স্বর্ণের গয়না ছাড়াও বাপ্পি লাহিড়ীর গাড়ির শখ ছিল। তাঁর সংগ্রহে ছিল বিমএমডব্লিউ, টেসলা এক্স, অডির মতো দামি গাড়ি। প্রায় ২২ কোটি টাকা সম্পত্তি রেখে গেছেন। কেন এত গয়না পরতেন- সে বিষয়ে বাপ্পি জানিয়েছিলেন, স্বর্ণ তার লাকি চার্ম।’ সেই কারণেই সব জায়গাতে স্বর্ণ নিয়ে যেতেন। 

১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্ম বাপ্পির। বলিউডের রক ও ডিস্কো মিউজিকের প্রবর্তক তিনিই। সংগীতের সঙ্গে বাপ্পির প্রেম খুব ছোটবেলা থেকে। মাত্র তিন বছর বয়সে তবলা বাজানো শেখার শুরু। ১৭ বছর বয়সে গানের জগতে পথ চলা শুরু করেন এই কিংবদন্তি সংগীতজ্ঞ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক চিংড়ির ওজন আধা কেজি, দাম কত?

এক চিংড়ির ওজন আধা কেজি, দাম কত?

সঠিক সময়েই নির্বাচন হবে: মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক সঠিক সময়েই নির্বাচন হবে: মির্জা ফখরুল

সকালে খালি পেটে কাঠবাদাম খাবেন কেন?

সকালে খালি পেটে কাঠবাদাম খাবেন কেন?

৩১ আগস্ট ২০২৫, একনজরে সারাদিন

৩১ আগস্ট ২০২৫, একনজরে সারাদিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App