×

উদ্যোক্তা

গ্লোবাল পিস চেইনের কান্ট্রি অ্যাম্বাসেডর হলেন মিনহাজুর রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৭:৩২ পিএম

গ্লোবাল পিস চেইনের কান্ট্রি অ্যাম্বাসেডর হলেন মিনহাজুর রহমান

এস. এম. মিনহাজুর রহমান

আজকের তরুণ প্রজন্ম কেবল নিজেকে নয়, গোটা সমাজকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। বাংলাদেশের এমনই এক অনুপ্রেরণাদায়ী তরুণ হলেন এস. এম. মিনহাজুর রহমান। সম্প্রতি তিনি আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল পিস চেইন এর কান্ট্রি অ্যাম্বাসেডর (বাংলাদেশ) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। বিশ্বের ১১২টি দেশে কার্যক্রম পরিচালনাকারী এই সংগঠন শান্তি, সহনশীলতা ও টেকসই উন্নয়নের বার্তা ছড়িয়ে দিচ্ছে। আর এই যাত্রায় জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (UNSDGs) অর্জনে বাংলাদেশের তরুণদের প্রতিনিধিত্ব করবেন মিনহাজ।

শান্তির দূত হওয়ার গল্প

“একদিন জাতিসংঘের সদর দপ্তরে দাঁড়িয়ে বাংলাদেশের কথা বলব”- এই স্বপ্ন নিয়ে বহু বছর ধরে কাজ করে যাচ্ছেন তিনি। নতুন নিয়োগের ফলে এখন সেই স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে গেল। এম্বাসেডর হিসেবে তার দায়িত্বের মধ্যে রয়েছে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে গ্লোবাল পিস চেইনের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করা, বিশ্বব্যাপী গ্লোবাল পিস সামিটগুলোতে অংশ নেওয়া, বিভিন্ন কনফারেন্সে অংশ নেওয়া, বিশ্ব শান্তি সামিটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা, এবং জাতীয় ও আন্তর্জাতিক কমিউনিটি পর্যায়ে শান্তি প্রতিষ্ঠার কর্মসূচি বাস্তবায়ন করা।

বিশ্ববিদ্যালয় থেকে বিশ্বমঞ্চে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করলেও তার পথ কেবল মঞ্চেই আটকে থাকেনি। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) তে এমবিএ করছেন। কর্মজীবনের প্রায় এক দশকের ক্যারিয়ারে তিনি স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, ইয়ুথ এংগেজমেন্ট, পাবলিক রিলেশন এবং টিম লিডারশিপে অসাধারণ সাফল্য দেখিয়েছেন। 

আন্তর্জাতিক স্বীকৃতির ঝুলিতে

এটাই তার প্রথম আন্তর্জাতিক অভিজ্ঞতা নয়। তিনি এর আগে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এর কান্ট্রি অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে ভারতের মিনিস্ট্রি অব ইয়ুথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস এর আমন্ত্রণে গুজরাটে আয়োজিত ওয়ার্ল্ড হেরিটেজ কনফারেন্সে অংশ নিয়ে অর্জন করেছেন ‘বেস্ট ডেলিগেট অ্যাওয়ার্ড’। এছাড়া খুব অল্প বয়সেই তিনি কাজ করেছেন ইউনিসেফ এ শিশু সাংবাদিক হিসেবে, যেখানে শিশু অধিকার নিয়ে তার রিপোর্ট আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

নেতৃত্ব ও কার্যক্রম

মিনহাজ শুধু পেশাগত জীবনেই নয়, সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয় ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফিল্ম মেকিং সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সক্রিয় বিতার্কিক হিসেবে যুক্ত ছিলেন। ডেলিগেট হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্টে। এছাড়াও অংশ নিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন আয়োজিত ইয়ুথ জার্নালিজম এবং হিউম্যান রাইটস ক্যাম্পে। 

মিনহাজ মনে করেন, তরুণরাই পরিবর্তনের মূল চালিকাশক্তি। তার ভাষায়- ‘আমি বিশ্বাস করি, আমাদের সম্মিলিত প্রচেষ্টাই একদিন বিশ্বকে আরও সহনশীল ও মানবিক করে তুলবে’। 

আগামী দিনে তিনি বাংলাদেশের হয়ে আরও বেশি আন্তর্জাতিক ফোরামে প্রতিনিধিত্ব করতে চান। তার লক্ষ্য, জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে দাঁড়ানো এবং শান্তির স্বপ্নকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর’

বিএনপি নেতা আমিনুল হক ‘জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর’

শিশুর স্বপ্নের হাসিতে আলোকিত বাংলাদেশ

শিশুর স্বপ্নের হাসিতে আলোকিত বাংলাদেশ

গ্লোবাল পিস চেইনের কান্ট্রি অ্যাম্বাসেডর হলেন মিনহাজুর রহমান

গ্লোবাল পিস চেইনের কান্ট্রি অ্যাম্বাসেডর হলেন মিনহাজুর রহমান

চট্টগ্রামের জিইসি মোড়ে লাইভ শপিংয়ের নতুন আউটলেট

চট্টগ্রামের জিইসি মোড়ে লাইভ শপিংয়ের নতুন আউটলেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App