×

মধ্যপ্রাচ্য

সিরিয়াজুড়ে বড় মার্কিন বিমান হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১০:২৫ এএম

সিরিয়াজুড়ে বড় মার্কিন বিমান হামলা

ছবি : সংগৃহীত

কট্টর ইসলামপন্থি আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে বড় পরিসরে সামরিক অভিযান চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।

সেন্টকোমের বিবৃতিতে জানানো হয়, শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর পর্যন্ত সিরিয়াজুড়ে আইএস-সংশ্লিষ্ট শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। মার্কিন সেনাবাহিনীর চলমান সামরিক অভিযান ‘অপারেশন হকিয়ে’র অংশ হিসেবেই এই আকাশ অভিযান পরিচালিত হয়েছে।

বিবৃতিতে বিস্তারিত তথ্য না থাকলেও সেন্টকোমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে জানান, অভিযানে এফ-১৫ই, এ-১০ ও এসি-১৩০জে গানশিপসহ মোট ২০টি যুদ্ধবিমান অংশ নেয়। পাশাপাশি এমকিউ-৯ রিপার ড্রোন এবং জর্ডনের এফ-১৬ যুদ্ধবিমানও অভিযানে যুক্ত ছিল।

ক্যাপ্টেন হকিন্স বলেন, আইএসের অন্তত ৩৫টি লক্ষ্যবস্তুতে ৯০টির বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে অভিযানে কতজন নিহত বা আহত হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে আইএসের কোন কোন স্থাপনায় হামলা চালানো হয়েছে, তাও প্রকাশ করা হয়নি।

তিনি আরো বলেন, আইএসকে সম্পূর্ণ নির্মূল করাই আমাদের লক্ষ্য। সেই উদ্দেশ্যেই সিরিয়ার বিভিন্ন অঞ্চলে এই হামলা চালানো হয়েছে। ভবিষ্যতে জঙ্গি হামলা প্রতিহত করা এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার।

উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে গৃহযুদ্ধের সুযোগ নিয়ে ২০১৪ সালে সিরিয়া ও ইরাকে উত্থান ঘটে আইএসের। অল্প সময়ের মধ্যেই সংগঠনটি ওই দুই দেশের বিস্তীর্ণ এলাকা দখল করে তথাকথিত একটি ‘রাষ্ট্র’ প্রতিষ্ঠা করে।

বর্তমানে আইএসের সেই শক্ত অবস্থান আর নেই। যুক্তরাষ্ট্র, ন্যাটো ও রুশ বাহিনীর টানা অভিযানের ফলে একসময় দখল করা ভূখণ্ডের মাত্র এক-পঞ্চমাংশ এলাকায় তাদের উপস্থিতি সীমিত হয়ে এসেছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এটুকু এলাকাও দীর্ঘদিন ধরে ধরে রাখতে পারবে না আইএস।

আইএসের উত্থানের পর গোষ্ঠীটিকে দমনে সিরিয়ায় সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। ২০১৪ সালে প্রথম দফায় প্রায় দুই হাজার মার্কিন সেনা সেখানে পাঠানো হয়। বর্তমানে সিরিয়ায় মার্কিন ঘাঁটিগুলোতে প্রায় এক হাজার সেনা অবস্থান করছেন।

চলতি ডিসেম্বরের শুরুতে সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর পালমিরায় একটি মার্কিন-সিরীয় যৌথ গাড়িবহরে হামলা চালায় আইএস। ওই হামলায় ঘটনাস্থলেই দুই মার্কিন সেনা ও একজন দোভাষী নিহত হন এবং আহত হন আরো তিনজন।

ওই হামলার জবাব হিসেবে ২০ ডিসেম্বর থেকে ‘অপারেশন হকিয়ে’ শুরু করে যুক্তরাষ্ট্র। অভিযান শুরুর সময় এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, এটি কোনো নতুন যুদ্ধের সূচনা নয়; বরং এটি একটি প্রতিশোধমূলক পাল্টা অভিযান। এই অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: এএফপি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা

মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা

ডেভিল হান্ট ফেইজ-২ : রাজধানীতে গ্রেপ্তার ৩৯

ডেভিল হান্ট ফেইজ-২ : রাজধানীতে গ্রেপ্তার ৩৯

ইরানে নজিরবিহীন বিক্ষোভ, বিশ্ব থেকে বিচ্ছিন্ন

ইরানে নজিরবিহীন বিক্ষোভ, বিশ্ব থেকে বিচ্ছিন্ন

জাপা ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা নিয়ে হাইকোর্টের রুল

জাপা ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা নিয়ে হাইকোর্টের রুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App