হিলি স্থলবন্দর দিয়ে এলো ভারতীয় নতুন আলু
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৮:১২ এএম
একটি প্রতিষ্ঠান ২২ মেট্রিকটন নতুন আলু আমদানি করেছে। ছবি : সংগৃহীত
দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় নতুন আলু আমদানি শুরু হয়েছে। মেসার্স সুমাইয়া ইন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান ২২ মেট্রিকটন নতুন আলু আমদানি করেছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে ভারত থেকে একটি ট্রাকে এই নতুন আলু দেশে প্রবেশ করেছে।
দেশের বাজারে নতুন আলুর চাহিদা থাকায় এসব আলু আমদানি করা হচ্ছে বলে জানান আমদানিকারক সাইফুল ইসলাম।
তিনি বলেন, দেশের বাজারে নতুন আলুর চাহিদা রয়েছে, তাই আমদানি করছি। পাইকারি বাজারে ৭০ টাকা কেজি হিসেবে দাম পাবো বলে আশা করছি। নতুন আলু এই প্রথম ভারত থেকে একটি ট্রাকে ২২ মেট্রিকটন আলু আমদানি করা হয়েছে।
বাড়তি শুল্কের কারণে দীর্ঘদিন ধরে বাংলাদেশের ব্যবসায়ীরা আলু আমদানি করছিলেন না। এতে দফায় দফায় দেশের বাজারে আলুর দাম বেড়েছে। গত ৫ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে ২৫ শতাংশ আমদানি শুল্ক থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে দেয় সরকার। সেই সঙ্গে ৩ শতাংশ নিয়ন্ত্রণ শুল্ক প্রত্যাহার করে নেয়ায় আবার আমদানি শুরু করেন ব্যবসায়ীরা।
আরো পড়ুন : দেশের বাজারের চেয়ে কম দামে ভারতে গেল ২৭৭ মেট্রিক টন ইলিশ
