ট্রাম্পের হুমকির পর রাশিয়ার তেল কেনা বন্ধ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০৯:৩৩ এএম

রাশিয়ার তেল কেনা বন্ধ করল ভারত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকিতে রাশিয়ার অপরিশোধিত তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত।
ভারতের তেল বাণিজ্য সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, রুশ তেলে ছাড় কমে যাওয়ায় এবং মার্কিন প্রেসিডেন্টের হুমকিতে এসব কোম্পানি রাশিয়ার কাছ থেকে গত সপ্তাহে কোনো তেল ক্রয় করেনি। খবর রয়টার্সের।
ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও বর্তমানে সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা।
তেল ক্রয় পরিকল্পনার সঙ্গে পরিচিত চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন চারটি প্রধান তেল পরিশোধন কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি), হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন (এইচপিসিএল), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসিএল) এবং ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস (এমআরপিএল) গত এক সপ্তাহ বা তারও বেশি সময় ধরে রাশিয়ান তেলের কোনো ক্রয়াদেশ দেয়নি।
ভারতের কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয় বা কোম্পানিগুলো এ বিষয়ে মন্তব্যের অনুরোধে কোনও সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।
সূত্র জানায়, ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন এই চার তেল পরিশোধন কোম্পানি সরবরাহের ভিত্তিতে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল ক্রয় করে।
তবে বর্তমানে ভারতীয় এসব কোম্পানি তেলের বিকল্প উৎসের খোঁজে স্পট মার্কেটে ঝুঁকছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের আবু ধাবির মুরবান ক্রুড ও পশ্চিম আফ্রিকার তেল কেনার পরিকল্পনা করছে।
রয়টার্স বলছে, বেসরকারি তেল পরিশোধন কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও নায়ারা এনার্জি রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা। তবে ভারতের দৈনিক প্রায় ৫২ লাখ ব্যারেল তেলের চাহিদার ৬০ শতাংশেরও বেশি তেলের যোগান দেয় দেশটির রাষ্ট্রীয় পরিশোধন কোম্পানিগুলো।
প্রসঙ্গত, গত ১৪ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়া শান্তিচুক্তিতে না পৌঁছালে রুশ তেল কেনা দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এছাড়া গতকাল বুধবার ভারতের বিরুদ্ধে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। একই সঙ্গে রুশ তেল কেনায় অতিরিক্ত জরিমানা আরোপের ঘোষণা দেন তিনি।