×

ফুটবল

গোল করলেই মৃত্যুর খবর, রামসিকে ঘিরে ফের তোলপাড়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ এএম

গোল করলেই মৃত্যুর খবর, রামসিকে ঘিরে ফের তোলপাড়

মেক্সিকান ক্লাব পুমাস ইউএনএএমের খেলোয়াড় অ্যারন রামসি। ছবি : সংগৃহীত

মেক্সিকো সিটিতে মুষলধারে বৃষ্টির মধ্যে এস্তাদিও অলিম্পিকো ইউনিভার্সিতরিও স্টেডিয়ামে চলছিল আতলাসের বিপক্ষে পুমাস ইউএনএএমের ম্যাচ। যোগ করা সময়ে কর্নার থেকে গোল করে দলকে জয় এনে দেন অ্যারন রামসি।

সোমবার রাতে করা সেই গোলের পর বৃহস্পতিবার বিশ্বজুড়ে আলোচনায় আসে এক চাঞ্চল্যকর খবর, ইতালির কিংবদন্তি ফ্যাশন আইকন ও আরমানি ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা জর্জিও আরমানি মারা গেছেন। ৯১ বছর বয়সে মিলানে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রামসির দীর্ঘ ফুটবল ক্যারিয়ার আর্সেনাল, জুভেন্টাসের মতো বড় ক্লাব থেকে শুরু করে ওয়েলস জাতীয় দল পর্যন্ত বিস্তৃত। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে জুভেন্টাসে খেলার পর বর্তমানে মেক্সিকান ক্লাব পুমাস ইউএনএএমের হয়ে মাঠে নামছেন তিনি। এ ক্লাবের হয়ে এটিই ছিল তার প্রথম গোল।

তবে রামসিকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু শুধু তার ফুটবল নয়, বরং এক অদ্ভুত কাকতাল, যেটি ‘রামসি অভিশাপ’ নামে পরিচিত। বলা হয়, রামসি গোল করার কিছু সময় পরপরই মারা যান কোনো না কোনো বিখ্যাত ব্যক্তি।

আরো পড়ুন : বিশ্বকাপে খেলতে রোমাঞ্চিত ও অনুপ্রেরণা বোধ করছি: মেসি

২০২৩ সালে কার্ডিফ সিটির হয়ে তিনটি গোল করার সময় কোনো সেলিব্রিটির মৃত্যু না হওয়ায় ধারণা করা হয়েছিল, হয়তো অভিশাপ শেষ হয়েছে। কিন্তু পুমাসের হয়ে রামসির প্রথম গোলের মাত্র তিন দিনের মাথায় জর্জিও আরমানির মৃত্যুর খবর এ ধারণাকে আবারও প্রশ্নবিদ্ধ করেছে।

রামসি অভিশাপের সূচনা ধরা হয় ২০১১ সালের ১ মে আর্সেনালের হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তার গোল থেকে। ঠিক পরদিন মার্কিন সেনাদের অভিযানে নিহত হন আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন। এরপর স্টিভ জবস, মুয়াম্মার গাদ্দাফি, পল ওয়াকার, রজার মুর, অলিভিয়া নিউটন-জনসহ অন্তত ২১ জন নামকরা ব্যক্তি মারা গেছেন রামসির গোলের পর অল্প সময়ের ব্যবধানে। সর্বশেষ নামটি জর্জিও আরমানি।

ফুটবল পরিসংখ্যান বলছে, রামসি ক্লাব পর্যায়ে এখন পর্যন্ত ৭৮টি এবং জাতীয় দল ওয়েলসের হয়ে ২১টি গোল করেছেন। তবে তার প্রতিটি গোলের পর এখন ভক্তরা যেমন উল্লাস করেন, তেমনি এক ধরনের শঙ্কাতেও ভোগেন।

জর্জিও আরমানির মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে নানা মন্তব্য। কেউ লিখেছেন, শান্তিতে ঘুমান জর্জিও আরমানি। ২০২৫ সালে আপনি রামসি অভিশাপের প্রথম শিকার। আবার কেউ লিখেছেন, প্রিয় রামসি, হয় আপনি অবসর নিন, নয়তো গোল করা ছেড়ে দিন।

কাকতালীয় এসব ঘটনার কারণে রামসি অভিশাপ এখন কেবল ফুটবলপ্রেমীদের আলোচনাই নয়, বরং সংশয়বাদীদেরও ভাবনায় ফেলে দিয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ৫

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ৫

বিএনপি মহাসচিরের সঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ

বিএনপি মহাসচিরের সঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানীতে শোভাযাত্রা

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানীতে শোভাযাত্রা

বৃষ্টি নিয়ে সুখবর

বৃষ্টি নিয়ে সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App