×

ফুটবল

মেসির ম্যাজিকে শিরোপার কাছে মায়ামি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১২:৪১ পিএম

মেসির ম্যাজিকে শিরোপার কাছে মায়ামি

ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো মেজর লিগ সকার কাপ জয়ের পথে বড় এক পদক্ষেপ নিল ইন্টার মায়ামি। রোববার লিওনেল মেসির দুর্ধর্ষ পারফরম্যান্সে ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে সিনসিন্নাতিকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। চার গোলেই আর্জেন্টাইন তারকার অবদান ছিল সরাসরি। একটি গোল করার পাশাপাশি বাকি তিনটিরই সুযোগ তৈরি করেছেন তিনি।

পুরো ম্যাচজুড়েই ছিলেন উজ্জ্বল। তিনটি শট নেওয়া ছাড়াও সফল ড্রিবল করেছেন দুটি। শতভাগ ট্যাকেল জেতার পাশাপাশি ফাইনাল থার্ডে ৭টি পাস এবং শতভাগ নিখুঁত ক্রস ও লং বল দিয়েছেন তিনি। ম্যাচে মেসির মোট সফল পাস ছিল ৪১টি। এছাড়া তাদেও আলেন্দে করেছেন জোড়া গোল। তিন বছর পর টিকিউএল স্টেডিয়ামে জয়ের স্বাদ পেল মায়ামি।

১৯ মিনিটেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। মাতেও সিলভেত্তির ক্রসে জালে বল জড়ান মেসি। এরপর সিনসিন্নাতি ম্যাচে ফেরার চেষ্টা করলেও সমতা আনা সম্ভব হয়নি।

আরো পড়ুন : ২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়

দ্বিতীয়ার্ধে ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় মায়ামি। ৫৭ মিনিটে মেসির তৈরি করা সুযোগ থেকে সিলভেত্তি করেন দলের দ্বিতীয় গোল। তিন মিনিট পরেই তৃতীয় গোল হজম করে সিনসিন্নাতি। নিজের অর্ধ থেকে বল দখল করে তিন ধাপ এগিয়ে আলেন্দেকে পাস দেন মেসি, যা থেকে ৭৫ মিনিটে করেন আলেন্দের দ্বিতীয় গোল।

প্লে-অফে ইন্টার মায়ামির হয়ে সাত ম্যাচে সাত গোল ও ছয় অ্যাসিস্ট করেছেন মেসি। এমএলএস ইতিহাসে এক মৌসুমে প্লে-অফে সর্বোচ্চ গোল অবদানের নতুন রেকর্ড এখন তার দখলে।

এই জয়ে প্রথমবার ইস্টার্ন কনফারেন্স ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। সেখানে তাদের প্রতিপক্ষ নিউইয়র্ক সিটি এফসি। বিজয়ী দল ৬ ডিসেম্বর এমএলএস কাপের ফাইনালে জায়গা করে নেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রুক্মিণীর জন্য পাত্র চেয়ে পোস্টার, শহরজুড়ে কৌতূহল!

রুক্মিণীর জন্য পাত্র চেয়ে পোস্টার, শহরজুড়ে কৌতূহল!

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের নেপথ্যে যে বাধা

সিএনএনের প্রতিবেদন শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের নেপথ্যে যে বাধা

ঢাকার সড়কে সবাই রাজা

নৈরাজ্য ঢাকার সড়কে সবাই রাজা

মেসির ম্যাজিকে শিরোপার কাছে মায়ামি

মেসির ম্যাজিকে শিরোপার কাছে মায়ামি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App