মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিলেন আসিফ নজরুল

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১০:২৮ এএম

উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : সংগৃহীত
বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ায় ‘মাল্টিপল এন্ট্রি ভিসা’ সুবিধা চালু হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।
আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত আমাদের বাংলাদেশি ভাই-বোনদের জন্য মালয়েশিয়া সরকার মাল্টিপল এন্ট্রি ভিসার ঘোষণা দিয়েছে। এটি অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে।
এর আগে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯৬ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর খবরের মধ্যে এ ঘোষণা এলো।
আসিফ নজরুলের বক্তব্যের পর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়েছে, গত মে মাসে মালয়েশিয়া সফরে গিয়ে উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তাদের আলোচনার ফলেই গত ১০ জুলাই মালয়েশিয়া সরকার এই সিদ্ধান্তের পরিপত্র জারি করে।
আরো পড়ুন : জনগণকে আর বোকা বানানো যাবে না, হুঁশিয়ারি নাহিদ ইসলামের
ভিডিও বার্তায় আসিফ নজরুল বলেন, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। এরপর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রাখে। অবশেষে ১০ জুলাই থেকে প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু হয়।
উপদেষ্টা বলেন, যেসব কর্মীর আগেই সিঙ্গেল এন্ট্রি ভিসা এবং টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস (পিএলকেএস) ইস্যু আছে, তাদের নতুন করে আবেদন করতে হবে না। পিএলকেএস নবায়নের সময় স্বয়ংক্রিয়ভাবে মাল্টিপল ভিসা দেওয়া হবে।
তিনি বলেন, যাদের সিঙ্গেল এন্ট্রি ভিসা আছে এবং বৈধ পিএলকেএস রয়েছে, তারা এখন নতুন মাল্টিপল ভিসা ছাড়াই মালয়েশিয়া থেকে দেশে আসা-যাওয়া করতে পারবেন। এ বিষয়ে মালয়েশিয়ার সব আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, মালয়েশিয়া ১৫টি দেশ থেকে শ্রমিক নিয়ে থাকে। এর মধ্যে শুধু বাংলাদেশি কর্মীদের এতদিন সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো, ফলে তাদের নানা ভোগান্তি পোহাতে হতো। নতুন এ সিদ্ধান্ত তাদের জন্য বড় স্বস্তির খবর বলে মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, শর্ত পূরণ না হওয়ায় শুক্রবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মোট ১৩১ জনকে আটকে ফেরত পাঠানো হয়েছে, যাদের মধ্যে ৯৬ জনই বাংলাদেশি। সন্দেহজনক হোটেল বুকিং, ইমিগ্রেশন কাউন্টারে হাজির না হওয়া এবং পর্যাপ্ত অর্থ সঙ্গে না রাখা—এ ধরনের শর্ত পূরণে ব্যর্থতার কারণে তাদের ফেরত পাঠানো হয় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।