নির্ধারিত তারিখেই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৩:০১ পিএম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত
নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা যেদিন নির্বাচনের কথা বলেছেন, সেদিনই নির্বাচন হবে, একদিনও পেছাবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন হবে।
শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আয়োজিত বিশ্ববিদ্যালয়ের ময়নামতি অডিটোরিয়ামে ‘টেডএক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, নির্বাচন সঠিক সময়ে এবং সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। এটি হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুশৃঙ্খল ও নিরপেক্ষ নির্বাচন।
সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক হচ্ছে। অন্য দেশে এসব বিষয়ে আলোচনা ও সমঝোতা হতে অনেক বছর লেগে যায়। কিন্তু আমাদের এখানে রাজনৈতিক দলগুলো অনেক দ্রুত সময়ের মধ্যে অনেক বিষয়ে একমত হয়েছে। আশা করছি জুলাই মাসেই চূড়ান্ত চুক্তি সই হবে, এরপরই নির্বাচনের প্রস্তুতি শুরু হবে।
আরো পড়ুন : মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান
দেশের নতুন প্রজন্মের সাহস ও নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, এই যে গোল্ডেন জেনারেশন হাসিনার মতো স্বৈরাচারকে হটাতে পেরেছে, তারাই দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তারা এ দেশকে নতুন করে মেরামত করতে সক্ষম হবে।
জুলাই সনদ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, অন্যান্য দেশের উদাহরণ দেখলে বোঝা যায়, এ ধরনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমঝোতায় অনেক সময় লাগে। তবে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো বারবার বসছে, আলোচনায় অংশ নিচ্ছে। আশা করছি শিগগিরই জুলাই সনদ কার্যকর হবে।
‘টেডএক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ আয়োজনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ছাড়াও লেখক, সাংবাদিক, শিল্পী ও উদ্যোক্তাসহ আরো ১০ জন বক্তা অংশ নেন। বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও দেশের সম্ভাবনা নিয়ে নানা দিক তুলে ধরেন।