×

সরকার

সার্বিক মূল্যস্ফীতি মোটামুটি স্থিতিশীল : অর্থ উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম

সার্বিক মূল্যস্ফীতি মোটামুটি স্থিতিশীল : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

দেশের সার্বিক মূল্যস্ফীতি এখনো মোটামুটি স্থিতিশীল রয়েছে এবং সম্প্রতি খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি কমেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি করলেও ভোক্তাদের ওপর বড় ধরনের প্রভাব পড়বে না।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।

আমদানি ও খরচ প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকা থেকে পণ্য আনা হলে ভিয়েতনামের তুলনায় কিছুটা খরচ বাড়বে। তবে মানের দিক থেকে তা ভালো হবে। তিনি বলেন, আমরা ট্যারিফ এড়িয়ে যেতে চাইছি এবং ঘাটতি কমানোর চেষ্টা করছি। তাই কিছুটা অতিরিক্ত খরচ লাগবে।

ভোক্তাদের ওপর প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, না, ভোক্তাদের ওপর কোনো প্রভাব পড়বে না। ইতোমধ্যে টিসিবি ও বিভিন্ন খাতে ভর্তুকি দিয়ে আমরা ভোক্তাদের স্বস্তি দেওয়ার চেষ্টা করছি।

আরো পড়ুন : স্বাস্থ্যঝুঁকি ও অর্থনীতিতে ভয়াবহ ক্ষতির মুখে বাংলাদেশ

মূল্যস্ফীতির প্রভাব সম্পর্কে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এখনো মূল্যস্ফীতিতে আমদানি খরচের প্রভাব পড়েনি। তবে পাইকারি ও খুচরা বাজারের অস্বাভাবিক ধারা নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ রয়েছে। তিনি বলেন, আমাদের দেশে পাইকারি ও খুচরা বাজার অর্থনীতির ধারা ছাড়িয়ে গেছে, যা অন্য দেশে কম দেখা যায়।

বেকারত্ব প্রসঙ্গে অর্থনীতিবিদদের মন্তব্য নিয়ে তিনি বলেন, তারা যেভাবে “ভয়ংকর” শব্দ ব্যবহার করেছেন তা যথাযথ নয়। তবে কর্মসংস্থান একটি বড় চ্যালেঞ্জ। কারণ বেসরকারি খাতে ব্যবসা-বাণিজ্যের গতি মন্থর হলে কর্মসংস্থানে প্রভাব পড়ে। তিনি বলেন, একেবারে ভয়ংকর নয়, তবে বিষয়টি আমাদের মনোযোগ আকর্ষণ করেছে। আমরা সচেতন আছি।

ব্যবসা-বাণিজ্যের অবস্থা সম্পর্কে তিনি জানান, কিছুদিন আগে গতি মন্থর থাকলেও বর্তমানে পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে।

ট্যাক্স প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অনেকে ট্যাক্স ফরম পূরণে সমস্যায় পড়েন। এজন্য আইনজীবীদের সুযোগ দেওয়া হয়েছে যাতে তারা সামান্য ফি নিয়ে এ কাজ করে দিতে পারেন। এতে সাধারণ করদাতারা সুবিধা পাবেন।

রাজনৈতিক ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ক্রয় কমিটিতে রাজনৈতিক বিষয় আলোচনায় আসে না, তবে অর্থনৈতিক দিকগুলো আলোচনা হয়।

বৈঠকের সিদ্ধান্ত প্রসঙ্গে অর্থ উপদেষ্টা জানান, দেশের বিভিন্ন স্থানে নতুন বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে এবং সারের মধ্যে এমওপি ও ইউরিয়া আমদানির সিদ্ধান্তও অনুমোদিত হয়েছে।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংগীতশিল্পী দীপ আর নেই

সংগীতশিল্পী দীপ আর নেই

সার্বিক মূল্যস্ফীতি মোটামুটি স্থিতিশীল : অর্থ উপদেষ্টা

সার্বিক মূল্যস্ফীতি মোটামুটি স্থিতিশীল : অর্থ উপদেষ্টা

  স্বাস্থ্যঝুঁকি ও অর্থনীতিতে ভয়াবহ ক্ষতির মুখে বাংলাদেশ

জলবায়ু পরিবর্তন স্বাস্থ্যঝুঁকি ও অর্থনীতিতে ভয়াবহ ক্ষতির মুখে বাংলাদেশ

বাঁচা-মরার লড়াইয়ে আজ বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ

বাঁচা-মরার লড়াইয়ে আজ বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App