সরিয়ে দেয়া হলো জনপ্রশাসন সচিব মোখলেসকে

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। ছবি : সংগৃহীত
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে হঠাৎ করেই সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
তবে তার স্থলে এখনও নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। আপাতত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুটিন দায়িত্ব পালন করবেন।
মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বহুল আলোচিত ও সমালোচিত চুক্তিতে নিয়োগপ্রাপ্ত মোখলেস উর রহমানের স্থলে শিগগিরই ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ (সিপিটি) অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামানকে সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হবে।
আরো পড়ুন : আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের
উল্লেখ্য, বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা মোখলেস উর রহমানকে জনপ্রশাসন সচিব হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকে প্রশাসনে এক ধরনের অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয় বলে অভিযোগ ওঠে। পদোন্নতি ও পদায়নে বঞ্চিত কর্মকর্তাদের অবমূল্যায়নের অভিযোগ, সচিব ও সংস্থা প্রধানদের পদে বিতর্কিত নিয়োগ, এমনকি আর্থিক লেনদেনের খবরও প্রকাশিত হয় গণমাধ্যমে।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় সুবিধাভোগী কর্মকর্তারা একের পর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেও দীর্ঘদিন ধরে বঞ্চিত কর্মকর্তারা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন।