আনসারের জন্য ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৩:০৫ পিএম
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শটগান কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বডি ক্যামেরা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা জানান, বিষয়টি এখনো পর্যালোচনায় রয়েছে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় ক্রয় নিশ্চিত করার গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, অতি উচ্চাকাঙ্ক্ষী না হয়ে যৌক্তিক সংখ্যায় বডি ক্যামেরা কেনা হবে এবং স্পর্শকাতর এলাকাগুলোর নিরাপত্তার জন্যই এগুলো ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করবে। পূর্ব পরিকল্পনার ৪০ হাজার নয়, বরং এর চেয়ে কম সংখ্যক বডি ক্যামেরা কেনা হবে বলে জানান তিনি।
আরো পড়ুন : ১০ মাসে রাজধানীতেই ১৯৮ হত্যাকাণ্ড
অর্থ উপদেষ্টা বলেন, কমিটির বৈঠকে গমের বাড়তি চাহিদা বিবেচনায় কিছু গম ও চাল আমদানি করার সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে আগাম চাল ও গম আমদানি করা হবে। এছাড়া এলসি খোলার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক আগের তুলনায় আরও নমনীয় হয়েছে।
ড. সালেহউদ্দিন জানান, আনসার সদস্যদের জন্য ১৭ হাজার শটগান খুব স্বল্পমূল্যে সংগ্রহ করা হবে। একই সঙ্গে তিনি বলেন, আইএমএফ কোনো নতুন শর্ত দেয়নি, বরং তারা সরকারের সামগ্রিক কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছে।
