ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৫:২০ পিএম

ছবি: সংগৃহীত
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও তিনজন মারা গেছেন। সোমবার (৪ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যু হয়েছে। এসময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১৯ জন রোগী।
মঙ্গলবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নতুন করে আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৩০ জন। চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮৯ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৫৭ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪২ দশমিক ৭ শতাংশ নারী।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে ৫৮ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৪ শতাংশ নারী।