×

স্বাস্থ্য

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৮

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৮

ছবি: সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত রোগে মোট ১৮৭ জন মারা গেলেন। একই সময়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬৮ জন। তাতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৮৪১ জনে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত একদিনে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন ডেঙ্গু রোগী মারা গেছেন। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে এক জন করে প্রাণ হারিয়েছেন। এর মধ্যে দুজনের বয়স ৬০ বছর। আর বাকিদের যথাক্রমে ৫০, ৫৫ ও ১২ বছর। মৃত ব্যক্তিদের মধ্যে তিনজন নারী এবং দুজন পুরুষ। তারা সবাই চিকিৎসাধীন ছিলেন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের নিয়ে চলমান সেপ্টেম্বরে গোটা দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৩৬৫ জন। এ বছর যা সর্বোচ্চ। এর আগে জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ রোগী ভর্তি হয়েছিলেন। এছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুনে ৫৯৫১ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন হাসপাতালে ভর্তি হন।

২০২৫ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৬৫ জনের মৃত্যু হয়েছে চলতি সেপ্টেম্বরেই। এর আগে জুলাইয়ে ৪১ জন মারা যান। এছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে’তে তিন জন, জুনে ১৯ জন, আগস্টে ৩৯ জন প্রাণ হারান। তবে মার্চে কোনো রোগীর মৃত্যু হয়নি।

এদিন স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত একদিনে ভর্তি নতুন রোগীদের মধ্যে ১৬৭ জনই ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা। এছাড়া ঢাকা বিভাগে ১২৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ১০৬ জন, খুলনা বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে পাঁচ জন এবং বরিশাল বিভাগে ১৫৮ জন ভর্তি হয়েছেন।

ডেঙ্গু জ্বর নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২০১৬ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৫৭ জন, রাজধানীর বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১২৫৯ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংঘটিত হচ্ছে ‘আওয়ামী লীগ’, আটক ২৪৪: ডিএমপি

সংঘটিত হচ্ছে ‘আওয়ামী লীগ’, আটক ২৪৪: ডিএমপি

৪ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নেই লিটন, নেতৃত্বে জাকের

৪ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নেই লিটন, নেতৃত্বে জাকের

১৩৩ ধাপ উন্নতি সাইফের, শীর্ষ দশে মুস্তাফিজ

১৩৩ ধাপ উন্নতি সাইফের, শীর্ষ দশে মুস্তাফিজ

জাতিসংঘে প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক, যেসব আলাপ হলো

জাতিসংঘে প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক, যেসব আলাপ হলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App