১০০ বছরের রেকর্ড ভেঙে মুম্বাইয়ে ভয়াবহ বৃষ্টি, শহরজুড়ে জলাবদ্ধতা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১০:০১ এএম
সামনের দিনগুলোতেও প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। ছবি : সংগৃহীত
মে মাসে ১০০ বছরের রেকর্ড ভেঙে টানা বর্ষণে তলিয়ে গেছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে, চলতি মে মাসে মুম্বাইয়ে ৪৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ১৯১৮ সালের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
আইএমডির তথ্য অনুযায়ী, ১৯১৮ সালের মে মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছিল ২৫৭.৮ মিলিমিটার। সেই তুলনায় এবারের পরিমাণ প্রায় দ্বিগুণ।
মুম্বাইয়ের কোলাবা ও সান্তাক্রুজে আইএমডির দুটি পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। সেখানকার পরিমাপ বলছে, এ বছর স্বাভাবিক সময়ের অনেক আগেই বর্ষা প্রবেশ করেছে শহরটিতে।
আইএমডি মুম্বাই শাখার প্রধান নির্বাহী শুভাঙ্গী ভুট্টে বলেন, সাধারণত মুম্বাইয়ে বর্ষাকাল শুরু হয় ১১ জুনের পর থেকে। কিন্তু এবার ২৫ মে থেকেই বর্ষার সক্রিয় প্রভাব শুরু হয়েছে।
আরো পড়ুন : বাংলাদেশের মানচিত্র নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য
আরব সাগরের তীরে অবস্থিত হওয়ায় মুম্বাই এমনিতেই ভারতের সবচেয়ে বৃষ্টিপ্রবণ শহরগুলোর একটি। বর্ষাকালে এখানে বৃষ্টিপাতের পরিমাণ এত বেশি হয় যে, জনজীবন প্রায় অচল হয়ে পড়ে।
সাম্প্রতিক রবিবার ও সোমবারের ভারী বৃষ্টিতে শহরের বহু এলাকা ডুবে গেছে। সড়কগুলোতে হাঁটুপানি জমেছে, যান চলাচল ব্যাহত হচ্ছে এবং জনভোগান্তি চরমে পৌঁছেছে।
আইএমডি আরো জানিয়েছে, সামনের দিনগুলোতেও প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে মুম্বাই ও আশপাশের জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
