×

ভারত

দিল্লিতে ৪.৪ মাত্রার ভূমিকম্প!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০১:৩১ পিএম

দিল্লিতে ৪.৪ মাত্রার ভূমিকম্প!

ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছে। ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকালে জোরালো কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল রাজধানী দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝজ্জরে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টা ৪ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। খবর আনন্দবাজার পত্রিকার।

ভারতের জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছে। 

ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। তবে দিল্লি এবং আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

আরো পড়ুন : গুজরাতে সেতু ভেঙে ৪ গাড়ি নদীতে, নিহত ৩

অনেকেই ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। এলাকাবাসীরা অনেকে জানান, তাদের বাড়িতে ফ্যান এবং অন্য আসবাবপত্র কাঁপতে শুরু করেছিল।

দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের নয়ডা এবং হরিয়ানার গুরুগ্রামে প্রচুর অফিস রয়েছে। সেই এলাকাগুলোতেই কম্পন টের পাওয়া গেছে। 

ভূমিকম্পের সময় অফিসগুলোতে কম্পিউটার কেঁপে ওঠে বলে দাবি করছেন ওই এলাকার অফিসগুলোর কর্মীদের অনেকে। তারাও ভয়ে বহুতল অফিস ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

এর আগে গত ফেব্রুয়ারিতেও দিল্লিতে ভূমিকম্প হয়েছিল। তখনও কম্পনের মাত্রা ছিল ৪। ভূবিজ্ঞানীদের অনেকের মতে, ভৌগোলিক অবস্থানগত কারণে দিল্লিতে ভূমিকম্প অস্বাভাবিক কিছু নয়। 

দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এনডিএমএ) তথ্য অনুযায়ী, ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫৯ শতাংশ এলাকায় ভূমিকম্পের ঝুঁকি রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে শিক্ষার্থীদের মিলনমেলা

সামার ওরিয়েন্টেশন ২০২৫ ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে শিক্ষার্থীদের মিলনমেলা

জাতিকে আলোর পথে নিতে যারা নিঃশব্দে কাজ করছেন

খাদ্য, নৈতিকতা ও নেতৃত্ব জাতিকে আলোর পথে নিতে যারা নিঃশব্দে কাজ করছেন

শিক্ষার্থী-নেতৃত্বাধীন বিপ্লব: বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

শিক্ষার্থী-নেতৃত্বাধীন বিপ্লব: বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

পুরান ঢাকায় প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যা: গ্রেপ্তার ৪, বহিষ্কার যুবদলের দুই নেতা

পুরান ঢাকায় প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যা: গ্রেপ্তার ৪, বহিষ্কার যুবদলের দুই নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App