×

ভারত

ভারতীয় ফ্লাইটের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়ল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০১:০৪ পিএম

ভারতীয় ফ্লাইটের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়ল

ছবি : নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ আগস্ট পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ভারতের যেকোনো ফ্লাইটের জন্য বন্ধ থাকবে। ছবি : সংগৃহীত

ভারতের সব ধরনের উড়োজাহাজ চলাচলের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধের মেয়াদ আরো এক মাসের জন্য বাড়িয়েছে পাকিস্তান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ আগস্ট পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ভারতের যেকোনো ফ্লাইটের জন্য বন্ধ থাকবে।

শুক্রবার (১৮ জুলাই) পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ এক নতুন নোটিশ জারি করে স্পষ্টভাবে জানিয়েছে, ভারতের নিবন্ধিত কোনো বিমান ওভারফ্লাইট, ট্রানজিট বা অন্য কোনো উদ্দেশেও পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল প্রথমবারের মতো পাকিস্তান ভারতের জন্য আকাশপথ বন্ধের সিদ্ধান্ত নেয়। এরপর থেকে প্রতি মাসেই এই নিষেধাজ্ঞা নবায়ন করা হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন কোনো নির্দেশনা না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে এবং কোনো ব্যতিক্রমও প্রযোজ্য হবে না।

আরো পড়ুন : পাকিস্তানে টানা ভারী বৃষ্টিপাতে ২৪ ঘণ্টায় নিহত ৫৪

দুই দেশের মধ্যে নতুন করে এই উত্তেজনার সূত্রপাত হয় ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পর থেকে। ওই হামলার পরপরই ভারত সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের ফ্লাইটের জন্য আকাশপথ বন্ধ করে দেয়।

পেহেলগামের ঘটনার পর ভারত সীমান্ত পেরিয়ে পাকিস্তানে বিমান হামলা চালায়, যাতে পাকিস্তানের কয়েকজন নাগরিক নিহত হন। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের লক্ষ্যবস্তুতে হামলা চালায়। পরিস্থিতি চরমে পৌঁছালে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

এদিকে, আকাশপথ বন্ধ থাকায় বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতের বিমান সংস্থাগুলো। পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে না পারায় ভারতের দীর্ঘপথের ফ্লাইটগুলোকে বিকল্প রুট নিতে হচ্ছে, যার ফলে জ্বালানির খরচ বেড়েছে, যাত্রার সময়ও লম্বা হয়েছে। এতে প্রতিদিন কয়েক কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় যা বললেন বিএনপি নেতা

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় যা বললেন বিএনপি নেতা

পিআর পদ্ধতি নিয়ে যা বললেন জামায়াতে ইসলামীর নেতারা

পিআর পদ্ধতি নিয়ে যা বললেন জামায়াতে ইসলামীর নেতারা

সমাবেশ শেষের আগেই বাড়ি ফিরতে শুরু করে জামায়াতের অনেক নেতাকর্মী

সমাবেশ শেষের আগেই বাড়ি ফিরতে শুরু করে জামায়াতের অনেক নেতাকর্মী

একাত্তর ও গণতন্ত্র প্রশ্নে কোনো ছাড় নয়: মির্জা ফখরুল

একাত্তর ও গণতন্ত্র প্রশ্নে কোনো ছাড় নয়: মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App