×

ভারত

ভারতকে শুল্ক হুঁশিয়ারির পরই মস্কোতে দোভাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০২:০২ পিএম

ভারতকে শুল্ক হুঁশিয়ারির পরই মস্কোতে দোভাল

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রক্তচক্ষু এবং নতুন করে শুল্ক হুঁশিয়ারির পরই মঙ্গলবার রাতে মস্কোতে গিয়ে পৌঁছোলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

মঙ্গলবার রাতে ডোভাল মস্কোয় পৌঁছেছেন। বিভিন্ন সূত্রের দাবি, এই সফরের দিনক্ষণ আগে থেকেই নির্ধারিত ছিল। কিন্তু সম্প্রতি ভারত-রাশিয়া বাণিজ্যিক সম্পর্ক নিয়ে যে ভাবে ভারতকে নিশানা করে একের পর এক আক্রমণ শানিয়েছে আমেরিকা, সেই কারণেই এই সফরের তাৎপর্য অনেক বেড়ে গিয়েছে।

রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে আবারও ভারতকে ‘হুমকি’ দিয়েছে আমেরিকা। মঙ্গলবার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর শুল্ক বৃদ্ধি করা হবে’। 

সেই ঘোষণার পরদিনই মস্কোয় পৌঁছে গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ঠিক কী উদ্দেশে তড়িঘড়ি রাশিয়ায় গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।

মঙ্গলবার রাতে দোভাল মস্কোয় পৌঁছেছেন। আদতে রাশিয়া ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যেই দোভালের এই মস্কো সফর। 

বিভিন্ন সূত্রের খবর, দোভালের যদিও এই সফরের দিনক্ষণ আগে থেকেই নির্ধারিত ছিল। কিন্তু সাম্প্রতিক ভারত-রাশিয়া বাণিজ্যিক সম্পর্ক নিয়ে যে ভাবে ভারতকে নিশানা করে একের পর এক আক্রমণ শানিয়েছে আমেরিকা, সেই কারণেই এই সফরের তাৎপর্য অনেক বেড়ে গিয়েছে।

মস্কো সফরে রাশিয়ার ঊর্ধ্বতন নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন দোভাল। বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ দমনের মতো বিষয়ে আলোচনা হতে পারে। 

চলতি মাসের শেষের দিকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করেরও রাশিয়ায় যাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, রাশিয়ার কাছ থেকে নয়াদিল্লির তেল এবং অস্ত্র কেনা নিয়ে যারপরনাই অসন্তুষ্ট আমেরিকা। গত বুধবারই ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

পাশাপাশি, রাশিয়ার কাছ থেকে তেল এবং অস্ত্র কেনার জন্য ভারতকে ‘জরিমানা’ও দিতে হবে বলে জানিয়েছিলেন তিনি। আরও এক ধাপ সুর চড়িয়ে সোমবার ভারতকে সরাসরি শুল্ক-হুমকি দেন ট্রাম্প।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২ দিন ভারী বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে ৪ বিভাগের নদীর পানি

২ দিন ভারী বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে ৪ বিভাগের নদীর পানি

প্রথম প্রেমে পড়েছেন? যেসব বিষয়ে নজর রাখবেন

প্রথম প্রেমে পড়েছেন? যেসব বিষয়ে নজর রাখবেন

এনসিপি ও জাতীয় লীগকে নিবন্ধন দিচ্ছে ইসি

এনসিপি ও জাতীয় লীগকে নিবন্ধন দিচ্ছে ইসি

কোথাও শেষ কোথাও শুরু, আকর্ষণ টাইমস স্কয়ায়

নিউইয়র্কে ৩৬টি শারদীয় দুর্গোৎসব কোথাও শেষ কোথাও শুরু, আকর্ষণ টাইমস স্কয়ায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App