কোনো আপস নয়, মার্কিন শুল্ক বাড়ানোর জবাবে মোদী

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০২:৩৭ পিএম

ট্রাম্প প্রশাসন ভারতের রপ্তানিপণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশে উন্নীত করেছে। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ভারতের কৃষিপণ্যের ওপর শুল্ক বাড়ানোর পর কড়া বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের কৃষক, জেলে ও খামারিদের স্বার্থে ভারত কোনো আপস করবে না বলে স্পষ্ট জানিয়েছেন মোদি। প্রয়োজনে এর মূল্য দিতেও তিনি প্রস্তুত।
বৃহস্পতিবার (৭ আগস্ট) নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে মোদী বলেন, কৃষকের স্বার্থই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো বৈদেশিক চাপের মুখেও ভারত তার কৃষি, খামার ও জেলেখাতের স্বার্থ বিসর্জন দেবে না।
সম্প্রতি ট্রাম্প প্রশাসন ভারতের রপ্তানিপণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশে উন্নীত করেছে। এর পেছনে যুক্তরাষ্ট্রের অভিযোগ ভারত তাদের কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে যথাযথ প্রবেশাধিকার দিচ্ছে না।
আরো পড়ুন : রাশিয়ার তেল কেনার শাস্তি, ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের
ট্রাম্প হুমকি দেন, ভারত যদি রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ না করে, তবে শুল্ক আরো বাড়ানো হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতীয় বাজারে মার্কিন কৃষিপণ্যের প্রবেশাধিকার পেতে চায় ওয়াশিংটন, কিন্তু নয়াদিল্লি তা প্রত্যাখ্যান করায় ট্রাম্প প্রশাসন চাপ বাড়াতে শুল্ক ব্যবস্থা জোরদার করেছে।
ভারত যুক্তরাষ্ট্রে কৃষিপণ্য রপ্তানি করলেও, আমদানি পর্যায়ে ভারতীয় শুল্ক নীতিতে ছাড় দিতে অনিচুক। এই অবস্থানে অনড় থেকেই মোদী নিজের সরকারের নীতিকে কৃষককেন্দ্রিক ও আপসহীন বলে তুলে ধরেছেন। মোদী বলেন, দেশের কৃষকদের স্বার্থে আমি চড়া মূল্য দিতেও রাজি। কিন্তু আপস করব না।