থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ এএম

ছবি : সংগৃহীত
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগমের (টিভিকে) এক জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) এ মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৬ নারী, ৯ পুরুষ এবং ৬ শিশু রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, থালাপতি বিজয় মঞ্চে পৌঁছানোর পর বিপুল ভিড় ব্যারিকেডের দিকে ধাবিত হয়। এক পর্যায়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং অনেকে অজ্ঞান হয়ে পড়েন। তখনই পদদলনের ঘটনা ঘটে।
প্রথমে ধারণা করা হয়েছিল, সভায় প্রায় ৩০ হাজার মানুষ উপস্থিত হবেন। কিন্তু বাস্তবে সেখানে জড়ো হন প্রায় ৬০ হাজার মানুষ। এতে পরিস্থিতিকে আরো জটিল করে তোলে।
আরো পড়ুন : কলকাতায় রাতভর ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, পাঁচজনের প্রাণহানি
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ অন্য নেতারা।
এদিকে আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা ৩৯-এর চেয়েও বেশি হতে পারে।