×

ভারত

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ এএম

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

ছবি : সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগমের (টিভিকে) এক জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) এ মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৬ নারী, ৯ পুরুষ এবং ৬ শিশু রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, থালাপতি বিজয় মঞ্চে পৌঁছানোর পর বিপুল ভিড় ব্যারিকেডের দিকে ধাবিত হয়। এক পর্যায়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং অনেকে অজ্ঞান হয়ে পড়েন। তখনই পদদলনের ঘটনা ঘটে।

প্রথমে ধারণা করা হয়েছিল, সভায় প্রায় ৩০ হাজার মানুষ উপস্থিত হবেন। কিন্তু বাস্তবে সেখানে জড়ো হন প্রায় ৬০ হাজার মানুষ। এতে পরিস্থিতিকে আরো জটিল করে তোলে।

আরো পড়ুন : কলকাতায় রাতভর ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, পাঁচজনের প্রাণহানি

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়ের মঞ্চে আসার কথা ছিল নির্ধারিত সময়ের সাত ঘণ্টা আগে। তার বিলম্বের কারণে ভিড় ক্রমেই বাড়তে থাকে এবং এক পর্যায়ে গাদাগাদি অবস্থার সৃষ্টি হয়ে পরে ভয়াবহ পদদলনে রূপ নেয়।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ অন্য নেতারা।

এদিকে আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা ৩৯-এর চেয়েও বেশি হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি, ১৪৪ ধারা বলবৎ

খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি, ১৪৪ ধারা বলবৎ

আজ মহাষষ্ঠী, দেবী দুর্গার বোধন

আজ মহাষষ্ঠী, দেবী দুর্গার বোধন

গোমস্তাপুরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব, আতঙ্কে জনজীবন

গোমস্তাপুরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব, আতঙ্কে জনজীবন

ইসির নির্বাচনি সংলাপ শুরু হচ্ছে আজ

ইসির নির্বাচনি সংলাপ শুরু হচ্ছে আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App